By Elections 2024: বুধে ভোট বাংলার ৪ সহ দেশের ১৩টি বিধানসভা আসনে, এক নজরে দেখুন কবে কোথায় হবে নির্বাচন

নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জি (Photo Credit-Facebook)

নয়া দিল্লি, ৮ জুলাই: লোকসভা ভোটের পর দেশে এই প্রথম হতে চলেছে নির্বাচন। আগামী ১০ জুলাই, বুধবার দেশের ৭টি রাজ্যের ১৩টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। বিধায়কের মৃত্যু, লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য বিধায়ক হিসেবে পদত্যাগ, দলবদলের ইস্তফার কারণে এইসব আসনগুলি খালি হওয়ায় উপনির্বাচন হচ্ছে। এবার লোকসভা নির্বাচনে ৪০০ পাড় করার স্বপ্ন দেখা বিজেপি বড় ধাক্কা খেয়েছে। দেশের রাজনীতিতে দশ বছর পর নরেন্দ্র মোদী ঝড় থেমে গিয়েছে। ভারতীয় রাজনীতিতে ফিরেছে সেই আগের শরিকী রাজনীতির কঠিন অঙ্ক মেলানোর খেলা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে ৩২টি আসন দূরে থাকা মোদী সিংহাসনে আছেন চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারের সৌজন্য়ে। ২৩৭ জন সাংসদের সমর্থন থাকা ইন্ডিয়া জোটের নেতারা বিরোধী আসনে থাকলেও ভিতর ভিতর ছক কষছেন। এবার থেকে ভারতীয় রাজনীতির সব কটা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

বুধবার হতে চলা ১৩টি আসনের বিধানসভা উপনির্বাচনে সবচেয়ে জায়গায় ভোট বাংলাতেই হবে। মন্ত্রী সাধান পান্ডের মৃত্যুর বহুদিন বাদে মানিকতলায় উপনির্বাচন হচ্ছে। এ ছাড়াও বাংলায় বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জে নির্বাচন হচ্ছে। লোকসভা ভোটে দক্ষিণবঙ্গে ভরাডুবি ও রাজ্যে সামগ্রিকভাবে খারাপ ফল হওয়া বিজেপি-র কাছে এই বিধানসভা উপনির্বাচনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ দু বছর বাদে বাংলায় বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে লড়তে হলে এখন থেকে রাজ্য়ে সব ভোটে ভাল করতেই হবে বিজেপিকে। কারণ তা না হলে মানসিকভাবে ভেঙে পড়া বাংলায় বিজেপির নীচুতলার কর্মীদের উজ্জ্বীবিত করা যাবে না। বঙ্গ বিজেপি-র কাছে এই উপনির্বাচনে সুবিধা হল, যে চারটি আসনে ভোট হচ্ছে তার মধ্যে ৩টি-তেই তারা এবারের লোকসভা ভোটে ভাল লিড পেয়েছে। পাশাপাশি এবার আর দিল্লি বিজেপি সেভাবে মাথা গলাচ্ছে না। তবে বড় অসুবিধা হল, লোকসভা ভোটে মমতা ঝড় যেভাবে রাজ্যজুড়ে চলেছে, তাতে রানাঘাট দক্ষিণের মত আসনও বিজেপির কাছে নিরাপদ নয়।

বাংলার পাশাপাশি সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ হিমাচল প্রদেশের ৩টি আসনের ভোট। ২০২২ বিধানসভা ভোটে হিমাচলের হামিরপুর, জেহর ও নালাগড়ে তিনজন প্রার্থী নির্দল হয়ে জিতেছিলেন। হিমাচলে দারুণ ফল করে কংগ্রেস সরকার গড়ার বছরখানেক পর থেকেই কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব আর দলবদলের রাজনীতিতে ধাক্কা খেয়ে টলমল হয়ে গিয়েছেল কংগ্রেসের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু-র।

এক নজরে বুধবার কোথায় কোথায় হবে ভোট (গত ভোটে কার দখলে ছিল

পশ্চিমবঙ্গ (৪)- মানিকতলা (তৃণমূল), বাগদা (বিজেপি), রানাঘাট দক্ষিণ (বিজেপি), রায়গঞ্জ (বিজেপি)।। (গত নির্বাচনের ফল: বিজেপি-৩, তৃণমূল-১)

হিমাচল প্রদেশ (৩)- হামিরপুর (নির্দল), দেহরা (নির্দল), নালাগড় (নির্দল)।। (গত নির্বাচনের ফল: নির্দল-৩)

উত্তরাখণ্ড (২)- বদ্রিনাথ (কংগ্রেস), মাঙ্গলুর (বিএসপি)।। (গত নির্বাচনের ফল: কংগ্রেস-১, বিএসপি-১)

পঞ্জাব (১) -জলন্ধর পশ্চিম। (গত নির্বাচনের ফল: আপ জয়ী)

তামিলনাড়ু (১)-বিক্রভান্দি।। (গত নির্বাচনের ফল ডিএমকে জয়ী)

বিহার (১)- রূপাউলি।। (গত নির্বাচনের ফল: জেডি ইউ জয়ী)

মধ্যপ্রদেশ (১)- আমারওয়ারা।। (গত নির্বাচনের ফল: কংগ্রেস জয়ী)

গতবারের ফল (জোটের হিসেবে)

ইন্ডিয়া: ৫ (কং: ২, তৃণমূল: ১, ডিএমকে:১, আপ:১)

এনডিএ: ৪ (বিজেপি: ৩, জেডি (ইউ): ১)

নির্দল: ৩

বিএসপি: ১