Vikram Vedha: ট্রেলারের আগে মুক্তি পেল ‘বিক্রম ভেদা’ র টিজার, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন হৃত্বিক রোশন

Photo Credit_Twitter

পুষ্কর এবং গায়ত্রী পরিচালিত তামিল ছবি ‘বিক্রম ভেদা’ র (Vikram Vedha) হিন্দি রিমেক বিক্রম ভেদার টিজার মুক্তি পেল আজ।হৃতিক রোশন (Hrithik Roshan) এবং সইফ আলি খান (Saif Ali Khan) ছাড়াও এই ছবিতে রাধিকা আপ্তে (Radhika Apte) একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। ৩০সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ছবির সম্পূর্ণ ট্রেলার সামনে আনার আগে নির্মাতারা প্রথমে চমকপ্রদ একটি টিজার নিয়ে এলেন দর্শকদের জন্য। হৃতিক রোশন নিজের টুইটারে শেয়ার করেছেন ছবির টিজার।

তামিল বিক্রম ভেদাতে মূল চরিত্রে অভিনয় করেন আর মাধবন এবং বিজয় সেতুপতি। পুষ্কর এবং গায়ত্রী-ই সেই ছবি পরিচালনা করেন।  ফ্রাইডে ফিল্মওয়ার্কস এবং ওয়াইএনওটি স্টুডিয়োর সহযোগিতায় গুলশান কুমার, টি-সিরিজ ফিল্মস আর রিলায়েন্স এন্টারটেইনমেন্ট মিলে নিয়ে আসছে ‘বিক্রম ভেদা’কে দর্শকদের কাছে। ছবিটি প্রযোজনা করেছেন এস. শশীকান্ত এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার। ছবিটিতে হৃতিক, সইফ, রাধিকা আপ্তে ছাড়াও অভিনয় করেছেন রোহিত শরফ, যোগিতা বিহানি, শরীব হাশমি এবং সত্যদীপ মিশ্র।