Uorfi Javed: ফের অদ্ভুত সাঁজে ভাইরাল উরফি, দেখুন
এ বার ফের নতুন অবতারে দেখা গেল উরফিকে, তাঁর ফ্যাশনের নতুন থিম 'দানব'।
নয়াদিল্লি: উরফি জাভেদ মানেই ছক ভাঙা। ব্যবহারের যে কোনও জিনিস দিয়েই পোশাক তৈরি করে নতুন ফ্যাশনে সিদ্ধহস্ত উরফি (Uorfi Javed)। এই নতুন নতুন ফ্যাশন সেন্সের জন্য বেশ পরিচিত উরফি। এ বার ফের নতুন অবতারে দেখা গেল তাঁকে। উরফির ফ্যাশনের নতুন থিম 'দানব'। তিনি একেবারে নতুন চেহারায় নিজেকে তুলে ধরেছেন।। ইনস্টাগ্রামে উরফি একটি রিল বানিয়েছেন। যেখানে তাঁকে দানব অবতারে দেখা যাচ্ছে।
দেখুন