TV18 and E-18 Merger With Network 18: নেটওয়ার্ক ১৮-এ মিশে যাচ্ছে টিভি ১৮ ও ই-১৮ ডিজিটাল

বুধবার টিভি ১৮ ও ই-১৮ ডট কম লিমিটেড মিশে যাচ্ছে নেটওয়ার্ক ১৮ মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডে। বুধবার একথাই ঘোষণা করা হল টিভি ১৮ ব্রডকাস্ট লিমিটেডের তরফে।

Photo Credits: FB

বুধবার টিভি ১৮ (TV18) ও ই-১৮ ডট কম লিমিটেড (e-Eighteen.com Limited) মিশে (merge) যাচ্ছে নেটওয়ার্ক ১৮ মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডে (Network18 Media & Investments Ltd)। বুধবার একথাই ঘোষণা করা হল টিভি ১৮ ব্রডকাস্ট লিমিটেডের (TV18 Broadcast Limited) তরফে। আরও পড়ুন: Shah Rukh Khan - Kajol Spotted: শাহরুখের কথায় হাসিতে ফেটে পড়লেন কাজল, দেখুন

সংস্থার তরফে জানানো হয়েছে, এই পরিকল্পনার নেওয়ার উদ্দেশ্য হল নেটওয়ার্ক ১৮ গ্রুপের টিভি এবং ডিজিটাল সংবাদ ব্যবসাকে একত্রিত করে এক ছাতার তলায় নিয়ে আসা এবং ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা করে তোলা। বর্তমানে টিভি ও ডিজিটাল উভয় সংবাদমাধ্যমেই বিভিন্ন ভাষায় সংস্থা প্রচুর মানুষকে পরিষেবা দিচ্ছে। তাই দুটি মাধ্যমকেই একত্রিত করলে সংস্থার ব্যবসায় আরও বৃদ্ধি করতে সাহায্য করবে। এটা সংস্থার শেয়ারের মূলধন বিনিয়োগ করছেন এরকম মানুষদেরও সাহায্য করবে। তাঁরা শেয়ার বাজারে সংস্থার সংবাদ ব্যবসার একটি নথিভুক্ত মাধ্যমেই টাকা বিনিয়োগ করতে পারবেন। আরও পড়ুন: Viral Video: কুমির ও হাঙরের লড়াই! শেষ পর্যন্ত কে জিতল দেখুন

প্রসঙ্গত উল্লেখ্য, ই-১৮ মানিকন্ট্রোল নিউজ ওয়েবসাইট এবং অ্যাপের মালিক।



@endif