Tu Jhoothi Main Makkaar: শাহরুখের পর এবার বক্স অফিসে রণবীর কাপুরের ম্যাজিক, বলিউডে বছরের দ্বিতীয় ১০০ কোটির সিনেমা TJMM

চলতি বছর আরও একটা বলিউড সিনেমা একশো কোটির ক্লাবে ঢুকে পড়ল। শাহরুখের খানের পাঠান-এর মহাসাফল্যের পর এবার বক্স অফিসে সাফল্য পেল রণবীর কাপুরের তু ঝুটি মে মাক্কার (

Tu Jhooti Main Makkar

চলতি বছর আরও একটা বলিউড সিনেমা একশো কোটির ক্লাবে ঢুকে পড়ল। শাহরুখের খানের পাঠান-এর মহাসাফল্যের পর এবার বক্স অফিসে সাফল্য পেল রণবীর কাপুরের তু ঝুটি মে মাক্কার (Tu Jhoothi Main Makkaar)। রিলিজের পর দ্বিতীয় সপ্তাহে এসে রণবীর, শ্রদ্ধা কাপুরের এই রোমান্টিক কমেডি সিনেমাটি ১০০ কোটির ক্লাবে ঢুকল।

রণবীর কাপুরের কেরিয়ারে এটি ষষ্ঠ একশো কোটির ক্লাবে ঢোকা সিনেমা। দেখতে দেখতে শ্রদ্ধা কাপুরেরও পাঁচটি সিনেমা একসো কোটির ব্যবসা করে ফেলল।

গতকাল, শনিবার দেশের বক্স অফিসে ৬ কোটি ৩ লক্ষ টাকার ব্যবসা করে লুভ রঞ্জন পরিচালিত 'তু ঝুটি ম্যায় মাক্কার' সিনেমাটি। গত ৮ মার্চ রিলিজ করে এই সিনেমাটি। আরও পড়ুন-চাকরি যাওয়ার আশঙ্কায় ডিজনিতে, কৌশলগত পুর্নগঠনের জন্য এপ্রিল মাসে ছাঁটাই হতে পারে ৪০০০ কর্মী

দেখুন টুইট

এখনও পর্যন্ত রণবীরের এই সিনেমাটি দেশের বক্স অফিস থেকে মোট ১০১ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যবসা করেছে। ব্রহ্মাস্ত্র-এর পর রণবীরের আরও একটা সিনেমা দর্শকদের ভালবাসা পেল। অক্ষয় কুমার, কার্তিক আরিয়ানদের সিনেমা চলতি বছর না চললেও রণবীর ম্যাজিক কাজ করল।

 



@endif