Nusrat Jahan: গেরুয়া পোশাকে নুসরত জাহান, দেখে চক্ষু চড়ক গাছ যশের

নুসরতের ছবির নীচে সবার প্রথমেই জ্বলজ্বল করছে যশের কমেন্ট। নায়িকার গেরুয়া বসন অভিনেতাকে মনে করিয়ে দিল অরিজিৎ সিংয়ের গান।

Nusrat Jahan (Photo Credits: Instagram)

সোশ্যাল মিডিয়ায় নুসরত জাহানের (Nusrat Jahan) নিত্য নতুন ফটোশুটের ছবি ভিডিয়ো যেন তাক লাগিয়ে দেয় তাঁর ভক্তকুলকে। এবার নুসরতের মোহময়ী রূপ দেখে চক্ষু চড়ক গাছ হল যশের (Yash Dasgupta)। তারকা সাংসদের সাম্প্রতিকতম সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁকে দেখা যাচ্ছে, গেরুয়া বডিকন স্কার্ট এবং ক্রপ টপে। একেবারে মিনিম্যাল অ্যাকসেসরিজ, মুখে হালকা মেকআপ, আর চোখে সানগ্লাস। খোলা চুলে যেন নায়িকার থেকে চোখ ফেরানো দায়। নুসরতের ছবির নীচে সবার প্রথমেই জ্বলজ্বল করছে যশের কমেন্ট। নায়িকার গেরুয়া বসন অভিনেতাকে মনে করিয়ে দিল অরিজিৎ সিংয়ের গান। সেই গানের লাইন তুলেই যশ লিখেছেন, 'রং দে তু মোহে গেরুয়া'।

দেখুন যশ-নুসরতের খুনসুটি... 

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)