Pohela Boishakh 2020 Wishes: স্বাগত ১৪২৭, নববর্ষে 'সাদা-মাটা' শুভেচ্ছা টলি সেলেবদের

বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। তবে নববর্ষের দিনটা বড্ড স্পেশাল বাঙালির কাছে। আজ ১৪ এপ্রিল নববর্ষ। সেই নববর্ষেই ঘরবন্দি সাধারণ মানুষ থেকে সেলেবরাও। নেই নববর্ষের ফ্যাশন, না রয়েছে খাওয়া দাওয়ার ধুম। এরমধ্যে লকডাউনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল আজ অর্থাৎ ১৪ এপ্রিল। কিন্তু নববর্ষের সকালেই ফের বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। আতিশয্যের আড়ালে থেকেই 'ফুড রেশনিং'-র কখা মাথায় রেখে নববর্ষ কাটাচ্ছেন তারকারা। নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কেউ কেউ শুভেচ্ছাও জানিয়েছেন।

Photo Source: Twitter

কলকাতা, ১৪ এপ্রিল: বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। তবে নববর্ষের দিনটা বড্ড স্পেশাল বাঙালির কাছে। আজ ১৪ এপ্রিল নববর্ষ। সেই নববর্ষেই ঘরবন্দি সাধারণ মানুষ থেকে সেলেবরাও। নেই নববর্ষের ফ্যাশন, না রয়েছে খাওয়া দাওয়ার ধুম। এরমধ্যে লকডাউনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল আজ অর্থাৎ ১৪ এপ্রিল। কিন্তু নববর্ষের সকালেই ফের বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। আতিশয্যের আড়ালে থেকেই 'ফুড রেশনিং'-র কখা মাথায় রেখে নববর্ষ কাটাচ্ছেন তারকারা। নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কেউ কেউ শুভেচ্ছাও জানিয়েছেন।

'শুভ নববর্ষ। সবাই ভালো থেকো এবং সুস্হ থাকো', শুভেচ্ছা জানালেন যশ দাশগুপ্ত।

'সবাই ভালো থেকো', নববর্ষে শুভেচ্ছা রাজ চক্রবর্তীর।

নববর্ষের শুভেচ্ছা পার্নো মিত্রের।

শুভ নববর্ষ ১৪২৭, শুভেচ্ছা জানালেন সৌরভ গাঙ্গুলি।

নববর্ষের শুভেচ্ছা পায়েল সরকারের।

১৪২৭-র শুভেচ্ছা জানালেন জিৎ গাঙ্গুলি।

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যীশু সেনগুপ্তও।



@endif