Swastika-Iman: একফ্রেমে ইমন-স্বস্তিকা, শোভনের দুই প্রাক্তনের কীর্তিতে সমালোচনার ঢেউ

স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে শোভনের সম্পর্ক নিয়ে জোর চর্চা চলেছিল। যদিও সেই সম্পর্ক টেঁকেনি খুব বেশি দিন।

Swastika Dutta, Iman Chakraborty, Shovan Ganguly (Photo Credits: Instagram)

শোভন গাঙ্গুলির (Shovan Ganguly) সঙ্গে স্বস্তিকা দত্তের (Swastika Dutta) সম্পর্ক ভাঙার গুঞ্জন বেশ কিছু দিন যাবত সংবাদমাধ্যমে ঘোরাফেরা করছিল। তবে দিন কয়েক আগে সমস্ত গুঞ্জন থামিয়ে সম্পর্ক ভাঙার খবরে সিলমোহর বসিয়েছেন স্বয়ং অভিনেত্রী (Swastika Dutta)। ঘোষণা করেছেন, গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে তাঁর আর কোন সম্পর্ক নেই। সোশ্যাল মিডিয়া থেকে যুগলের একসঙ্গে তোলা পুরনো সব ছবি মুছে ফেলেছেন তাঁরা। সম্পর্ক ভাঙতেই শোভনের (Shovan Ganguly) প্রাক্তন প্রেমিকার সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন স্বস্তিকা। শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার এক প্রেক্ষাগৃহে ক্যামেরাবন্দি হয়েছেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty) এবং স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। হাতে হাত দিয়ে দাঁড়িয়ে একগাল হাসি নিয়ে ছবি তুলেছেন দুই তারকা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নিজে শেয়ার করেছেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। শোভনের দুই প্রাক্তনকে একসঙ্গে দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। সমালোচনা চলছে জোরকদমে।

একফ্রেমে শোভন গাঙ্গুলির দুই প্রাক্তন... 

 

View this post on Instagram

 

A post shared by Iman Chakraborty (@iman_chakraborty)

গতকাল, ১২ মে মুক্তি পেয়েছে আবির এবং ঋতাভরী অভিনীত ছবি 'ফাটাফাটি'। এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা দত্ত। শুক্রবার রাতে ছবির প্রিমিয়ামে ইমন এবং স্বস্তিকাকে একসঙ্গে দেখা গিয়েছে। স্বস্তিকার (Swastika Dutta) পরনে কালো অফ শোল্ডার গাউন। আর ইমনের পরনে হলুদ এবং সাদা রঙের গাউন। নিজেদের ছবি শেয়ার করে ইমন লিখেছেন, 'ওকে টাটা, এবার কী হবে স্বস্তিকা'। ইমনের সেই পোস্টের নিচে ইঙ্গিতপূর্ন উত্তর দিলেন স্বস্তিকাও। লিখলেন, 'দমকলকে খবর কে দেবে তুমি, আমি নাকি ওরা'।

স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে শোভনের (Shovan Ganguly) সম্পর্ক নিয়ে জোর চর্চা চলেছিল। যদিও সেই সম্পর্ক টেঁকেনি খুব বেশি দিন। বর্তমানে সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষের সঙ্গে সুখি দাম্পত্য জীবনে রয়েছেন গায়িকা (Iman Chakraborty)। ইমনের পরে অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে শোভনের প্রেম একেবারে জমে উঠেছিল। একসঙ্গে ছুটি কাটানো, ঘুরতে যাওয়া, বিশেষ দিন উদযাপন। স্বস্তিকা-শোভনের (Shovan Ganguly And Actress Swastika Dutta) প্রেমালাপের নানা মুহূর্তের সাক্ষী থেকেছে তাঁদের অনুরাগীরা। কিন্তু দিন কয়েক আগেই শোভনের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন নায়িকা (Swastika Dutta)।