Sreelekha Mitra: 'নিজের বাড়িতে নিজের পয়সায়...', তৃণমূলের বিরুদ্ধে তোপ শ্রীলেখার
কলকাতা, ৩১ অগাস্ট: তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে ফের তোপ দাগলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। অভিনেত্রীর জন্মদিনের বেশ কিছু ছবি এলং ভিডিয়ো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল করেছে তৃণমূল কংগ্রেস।এমনই অভিযোগ করলেন শ্রীলেখা। অভিনেত্রী বলেন, নিজের রোজগারের অর্থে তিনি মদ্যপান করেছেন। তাতে তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসার কথা নয় বলে মন্তব্য করেন শ্রীলেখা মিত্র। দেখুন কী লিখলেন শ্রীলেখা...
সম্প্রতি নিজের বাড়িতে জন্মদিন পালন করেন শ্রীলেখা মিত্র। সেখানে অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুদের দেখা যায়। এবার ৫০-এ পড়লেন শ্রীলেখা। সেই উপলক্ষ্যে বাড়িতেই ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন নায়িকা।
শ্রীলেখার ৫০-এর জন্মদিনের পার্টির একের পর এক ছবি এবং ভিডিয়ো জনপ্রিয় হতে শুরু করে। অভিনেত্রীর জন্মদিনের ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই তাঁকে ভালবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা। তবে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী তাঁর জন্মদিনের ছবি এবং ভিডিয়ো সোশ্যাল সাইটে ভাইরাল করে দেন বলে অভিযোগ করেন শ্রীলেখা মিত্র। তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগতেই শ্রীলেখা মিত্রর সোশ্যাল সাইটের স্টেটাস ঘিরেও শুরু হয় শোরগোল।