Aindrila Sharma: ঐন্দ্রিলার জন্য 'প্রার্থনায়' হৃত্বিকের 'কটাক্ষ'? সমালোচনার মুখে উত্তর অভিনেতার

ঐন্দ্রিলার আরোগ্য কামনায় অনেকে ফেসবুকে পোস্ট করেন, তার জেরেই অভিনেতা কটাক্ষ করেন বলে মনে করেন অনেকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে। পাশাপাশি হৃত্বিককে কটাক্ষ করেন অনেকে। ঐন্দ্রিলাকে কটাক্ষ করা হচ্ছে ভেবে, যাঁরা তাঁর পোস্টে মন্তব্য করেন, তাঁরা ভুল করছেন বলে মন্তব্য করে হৃত্বিক।

Ritwick Chakraborty, Aindrila Sharma (Photo Credit: Fcaebook)

কলকাতা, ১৭ নভেম্বর:  কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, তা নিয়ে তোলপাড় টলিউড। বুধবার রাতে ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যে দেখে অভিনেত্রীর শুভাকাঙ্খীরা ব্যস্ত হয়ে পড়েন। ভুয়ো খবরের জেরে শেষ পর্যন্ত মুখ খোলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। জানান, আরও কিছু সময় ঐন্দ্রিলাকে থাকতে দিন। ঐন্দ্রিলার অসুস্থতায়, সব্যসাচী মানসিকভাবে বিধ্বস্ত হলেও, তিনি যে কতটা শান্ত, স্থির হয়ে পড়েছেন, তা প্রকাশ পায় অভিনেতার পোস্টে। এসবের মাঝে ঐন্দ্রিলাকে নিয়ে ফের বিতর্ক দানা বাঁধতে শুরু করে অভিনেতা হৃত্বিক চক্রবর্তীর একটি ফেসবুক পোস্টের জেরে। সম্প্রতি হৃত্বিক নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোসট করেন। যেখানে তিনি লেখেন, ''অনেককেই দেখি নানা কারণে ফেসবুকে প্রার্থনা করেন। কিন্তু যার কাছে প্রার্থনা করা হয় তিনি ফেসবুক করেন তো''।

ঐন্দ্রিলার আরোগ্য কামনায় অনেকে ফেসবুকে পোস্ট করেন, তার জেরেই অভিনেতা কটাক্ষ করেন বলে মনে করেন অনেকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে। পাশাপাশি হৃত্বিককে কটাক্ষ করেন অনেকে। ঐন্দ্রিলাকে কটাক্ষ করা হচ্ছে ভেবে, যাঁরা তাঁর পোস্টে মন্তব্য করেন, তাঁরা ভুল করছেন বলে মন্তব্য করে হৃত্বিক।

হৃত্বিককে কটাক্ষ করা হলে, অভিনেতা পালটা লেখেন, ''কাল একটা পোস্ট করেছিলাম,পরে কমেন্ট দেখে বুঝলাম অনেকেই লেখাটাকে ঐন্দ্রীলার সঙ্গে সম্পর্কিত বলে মনে করেছেন। আমার বিপদের দিনের জন্য অপেক্ষা করবেন বলেও বলেছেন। পোস্ট টা করার সময় ঐন্দ্রীলার কথা মাথায় ছিলনা। পরে বুঝলাম থাকলে ভালো হতো৷ যাদের দুঃখ দিলাম, দুঃখিত। মার্জনা করবেন। আসলে ঈশ্বরের কাছে প্রার্থনা করার মাধ্যম হিসাবে ফেসবুকের পাবলিক পোস্ট কেমন? বা প্রার্থনার ডকুমেন্টেশান রেখে দেওয়ার তাগিদ অনেকের মধ্যে অনেক দিন ধরেই দেখছি বলে কথা গুলো মাথায় এসেছে। ঐন্দ্রীলার জন্য সবাই মন থেকে প্রার্থনা করছেন,করবেনও।চাইলে ফেসবুকেও করুন। আমাদের সবার চাওয়া সবাই তার জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসুক।''