Neel Bhattacharya Gets Covid-19 Positive: 'কৃষ্ণকলি' ধারাবাহিকের মূল চরিত্রের অভিনেতা নীল ভট্টাচার্য আক্রান্ত করোনাভাইরাসে
বাংলা টেলিভিশনের দুনিয়ায় অন্যতম জনপ্রিয় সিরিয়াল 'কৃষ্ণকলি'। কিছুদিন আগেই এই ধারাবাহিকে 'অশোক'-র চরিত্রের অভিনেতা ভিভান ঘোষ আক্রান্ত হন করোনাভাইরাসে। এবার 'কৃষ্ণকলি' (krishnakoli) সিরিয়ালের লিড রোলের অভিনেতা নিখিল তথা নীল ভট্টাচার্যের শরীরে খোঁজ মিলল করোনাভাইরাসের (Coronavirus)। দিন দু'য়েক আগে তাঁর স্বাদ এবং গন্ধের অনুভূতি চলে যাওয়ায় নিজের উদ্যোগেই করোনা পরীক্ষা করান তিনি, আর তাতেই রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসার পর আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন নীল। কিন্তু এখনই 'কৃষ্ণকলি' ধারাবাহিকের কলাকুশলীদের কোয়ারেন্টাইনে পাঠানো হবে না বলে জানা গিয়েছে। নীলকে ছাড়াই চিত্রনাট্ট বদলে শুটিংয়ের গল্প এগোতে থাকবে।
কলকাতা, ৪ অগাস্ট: বাংলা টেলিভিশনের দুনিয়ায় অন্যতম জনপ্রিয় সিরিয়াল 'কৃষ্ণকলি'। কিছুদিন আগেই এই ধারাবাহিকে 'অশোক'-র চরিত্রের অভিনেতা ভিভান ঘোষ আক্রান্ত হন করোনাভাইরাসে। এবার 'কৃষ্ণকলি' (krishnakoli) সিরিয়ালের লিড রোলের অভিনেতা নিখিল তথা নীল ভট্টাচার্যের শরীরে খোঁজ মিলল করোনাভাইরাসের (Coronavirus)। দিন দু'য়েক আগে তাঁর স্বাদ এবং গন্ধের অনুভূতি চলে যাওয়ায় নিজের উদ্যোগেই করোনা পরীক্ষা করান তিনি, আর তাতেই রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসার পর আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন নীল। কিন্তু এখনই 'কৃষ্ণকলি' ধারাবাহিকের কলাকুশলীদের কোয়ারেন্টাইনে পাঠানো হবে না বলে জানা গিয়েছে। নীলকে ছাড়াই চিত্রনাট্ট বদলে শুটিংয়ের গল্প এগোতে থাকবে।
কৃষ্ণকলি সিরিয়ালের মূল চরিত্রের অভিনেতা নীল ভট্টাচার্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার জেরে চিন্তা বাড়ছে নির্মাতাদের। সোমবারও শুটিং করেছেন নীল ভট্টাচার্য। এদিন তাঁর ক্লোজ শ্যুট ছিল। সেই মত শ্যুটও হয়েছে। কিন্তু পরপর দুই অভিনেতার করোনা আক্রান্তের খবর টলিউডে আতঙ্ক ছড়িয়েছে। তবে শ্যামা একাই আপাতত সিরিয়ালের গল্প এগিয়ে নিয়ে যাবেন। আরও পড়ুন: Redmi 9 Prime: মাত্র ১০ হাজার টাকায় দুর্দান্ত স্মার্টফোন নিয়ে হাজির রেডমি
টেলিভিশনের ছোট পর্দার অন্যতম পছন্দের চরিত্র নীল। তিনি জানিয়েছেন, "আমি হোম কোয়ারেন্টাইনে সকলের থেকে আলাদা রয়েছি। চিত্রনাট্টে টুকটাক বদল করে ধারাবাহিকের শুটিং চলবে। দু'দিন আগেই আমি কোনও জিনিসের গন্ধ পাচ্ছিলাম না। তারপরই করোনা পরীক্ষা করাই। আজ সেই রিপোর্ট পজিটিভ আসে। জ্বর নেই আপাতত। শরীর ভাল থাকলে, প্রয়োজনে বাড়ি থেকেই শুটিং করে পাঠাব।"