Tollywood Celebs at Anant Ambani Wedding: অনন্ত-রাধিকার প্রীতিভোজে টলিউড তারকাদের দ্যুতি, কে কোন পোশাকে নজর কাড়লেন রইল ঝলক

রবিবার অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের রিসেপশন অনুষ্ঠানে বাংলা বিনোদন দুনিয়ার তারকাদের উপরেও বিশেষভাবে নজর পড়েছে। আম্বানিদের অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র গিয়েছিল রাইমা সেন, রিয়া সেন, নুসরত জাহান, যশ দাশগুপ্ত, যীশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র সহ আরও একগুচ্ছ তারকাদের কাছে।

মুম্বই, ১৫ জুলাইঃ বিগত তিন দিন ধরে মুম্বইয়ে (Mumbai) চলছে ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের রাজকীয় বিবাহ অনুষ্ঠান (Anant Ambani and Radhika Merchant Wedding)। ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়েছেন যুগল। ১৩ জুলাই ছিল নবদম্পতির আশীর্বাদ অনুষ্ঠান। আর ১৪ জুলাই ছিল রিসেপশন বা প্রীতিভোজ। জিও ওয়ার্ল্ড সেন্টারে তিন দিন যাবত চলছে আম্বানিদের বিলাসবহুল এবং ব্যয়বহুল বিয়ের অনুষ্ঠান। বলিউডের তাবড় তারকার পাশাপাশি বিদেশি তারকা, শিল্পপতী এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের ছেলের বিয়েতে এনে হাজির করেছিলেন মুকেশ আম্বানি। গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে অনন্ত এবং রাধিকার বিয়ের দ্যুতি। সেখানে বাংলা থেকেও পৌঁছে গেলেন একাধিক তারকা।

রবিবার অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের রিসেপশন অনুষ্ঠানে বাংলা বিনোদন দুনিয়ার তারকাদের উপরেও বিশেষভাবে নজর পড়েছে। আম্বানিদের অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র গিয়েছিল রাইমা সেন (Raima Sen), রিয়া সেন, নুসরত জাহান (Nusrat Jahan), যশ দাশগুপ্ত (Yash Dasgupta), যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), শাশ্বত চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) সহ আরও একগুচ্ছ তারকাদের কাছে। এদিন সকাল সকাল মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারকারা। কেউ শাড়ি আবার কেউ বা ল্যাহেঙ্গায়, বলি সুন্দরীদের মাঝে নজর কেড়েছেন বঙ্গ তনয়ারাও।

রবিবার অনন্ত-রাধিকার রিসেপশনে টলিউড তারকারা... 

বোন রিয়াকে নিয়ে অনন্ত-রাধিকার রিসেপশনে রাইমা... 

 

অনন্তের রিসেপশনে প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান...  

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

গাঢ় নীল রঙের শেরওয়ানিতে যশ দাশগুপ্ত... 

 

View this post on Instagram

 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)

পৌঁছে গিয়েছিলেন রুক্মিণী মৈত্রও... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)