Telugu Actor Chandrakanth Suicide: দুর্ঘটনায় সহ-অভিনেত্রী পবিত্রার মৃত্যুর পরেই আত্মঘাতী কন্নড় অভিনেতা চন্দ্রকান্ত

পথ দুর্ঘটনায় কন্নড় অভিনেত্রী পবিত্রা জয়রামের মৃত্যুর দিন কয়েক পরেই আত্মঘাতী হলেন পবিত্রার সহ-অভিনেতা এবং ঘনিষ্ঠ বন্ধ চন্দ্রকান্ত।

Chandrakanth and Pavithra Jayaram (Photo Credits: ANI)

হায়দরাবাদ, ১৮ মেঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কন্নড় অভিনেত্রী পবিত্রা জয়রামের (Pavitra Jayaram)। সেই ঘটনার দিন কয়েক পরেই আত্মঘাতী হলেন পবিত্রার সহ-অভিনেতা এবং ঘনিষ্ঠ বন্ধ চন্দ্রকান্ত (Chandrakanth )। শুক্রবার, ১৭ মে তেলঙ্গানার আল্কাপুরে নিজের বাসভবন থেকে উদ্ধার হয়েছে অভিনেতার দেহ।

মৃত অভিনেতা চন্দ্রকান্তের Chandrakanth) বাবা পুলিশকে জানান, দুর্ঘটনায় পবিত্রার মৃত্যু মেনে নিয়ে পারেনি তাঁর ছেলে। সেই ঘটনার পর থেকেই অবসাদে ভুগছিলেন চন্দ্রকান্ত। কিন্তু ছেলে যে মনে মনে এমন এক পদক্ষেপ নেওয়ার কথা পরিকল্পনা করছিলেন তা একেবারেই আন্দাজ করতে পারেননি বৃদ্ধ বাবা। ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতার আচমকা মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় ইন্ডাস্ট্রিতে।

গত ১২ মে রবিবার অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মেহবুবা নগরের কাছে গাড়ি দুর্ঘটনা প্রাণ কাড়ে অভিনেত্রী পবিত্রা জয়রামের। জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীর গাড়ি ডিভাইডারে ধাক্কা দিয়েছিল। ঠিক সেই সময়ে উলটো দিক থেকে একটি বাস এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মারা যান পবিত্রা। দুর্ঘটনার দিন পবিত্রার সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর তুতো বোন অপেক্ষা, চালক শ্রীকান্ত এবং ছিলেন অভিনেতা চন্দ্রকান্তও। অভিনেত্রীর মৃত্যু হলেও বাকি ৩ জন প্রাণে বেঁচে যান, গুরুতর আহত হন তাঁরা। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতাল থেকে বাড়ি আসার পরেই অবসাদে চলে গিয়েছিলেন চন্দ্রকান্ত। পুলিশকে জানিয়েছেন মৃত অভিনেতার বাবা। পবিত্রা এবং চন্দ্রকান্তের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেই পুলিশের অনুমান।