Taylor Swift: সুরের জাদু থেকে অভিনয়েও ইতিহাস গড়লেন টেলর সুইফট, তেত্রিশেই আমেরিকার ‘সেলফ-মেইড’ মহিলা বিলিয়নিয়র হওয়ার পথে
সুরের জাদুতে গোটা বিশ্বকে মাতিয়ে রাখেন আমেরিকার পপতারকা টেলর সুইফট। সঙ্গীত জগতের পাশাপাশি এবার তিনি অভিনয় জগতেও ইতিহাস গড়লেন।
নয়াদিল্লি: সুরের জাদুতে গোটা বিশ্বকে মাতিয়ে রাখেন আমেরিকার পপতারকা টেলর সুইফট (Taylor Swift)। সঙ্গীত জগতের পাশাপাশি এবার তিনি অভিনয় জগতেও ইতিহাস গড়লেন। মাত্র ৩৩ বছর বয়সেই টেলর সুইফট আমেরিকার সেলফ-মেইড বিলিয়নিয়ার মহিলা বিলিয়নেয়ার ( America's Youngest Self-Made Female Billionaire) হতে চলেছেন । গত ১৩ অক্টোবর মুক্তি পেয়েছে ‘টেলর সুইফট-দ্য ইরাস ট্যুর’ (Taylor Swift: The Eras Tour)। ছবিটি বিশ্বের ১০০টি দেশের ৮,৫০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এএমসি থিয়েটার জানিয়েছে, চলচিত্রটি ইতিমধ্যে চলচ্চিত্র ৯৫ থেকে ৯৭মিলিয়ন ডলারের টিকিট বিক্রি করেছে। দর্শকদের মধ্যে ছবিটির বিপুল চাহিদা লক্ষ্য করা যাচ্ছে।
দেখুন