T-Series Co-Owner's Daughter Dies: ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই, জীবন পথে চলা শেষ টি সিরিজের অন্যতম মালিক, অভিনেতা কৃষ্ণ কুমারের মেয়ের

ক্যানসারের চিকিৎসার জন্য কৃষ্ণ কুমারকে মুম্বই থেকে জার্মানিতে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি। জার্মানির হাসপাতালেই মৃত্যু হয় কৃষ্ণ-কন্যা তৃষার।

Krishan Kumar's Daughter Tishaa Kumar Dies.jpg (Photo Credit: Twitter)

মুম্বই, ১৯ জুলাই: টি সিরিজের (T-Series) অন্যতম মালিক কৃষ্ণ কুমারের Krishan Kumar) কন্যা তৃষার (Tishaa Kumar) মৃত্যুর খবর মিলল শুক্রবারে। মাত্র ২১ বছর বয়সে ৯-এর দশকের অভিনেতা কৃষ্ণ কুমারের মৃত্যুর খবর মেলে। জানা যায়, ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ২১ বছর বয়সে মৃত্যু হয় তৃষা কুমারের। ক্যানসারের চিকিৎসার জন্য কৃষ্ণ কুমারকে মুম্বই থেকে জার্মানিতে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি। জার্মানির হাসপাতালেই মৃত্যু হয় কৃষ্ণ-কন্যা তৃষার।

টি সিরিজের মুখপাত্রের তরফে জানানো হয়, কৃষ্ণ কুমারের কন্যা কৃষার মৃত্যু হয়েছে দীর্ঘ অসুস্থার জেরে। এই সময় যাতে পরিবারকে একা থাকতে দেওয়া হয় ব্যক্তিগত পরিসরে, সেই আবেদন জানান মুখপাত্র।