SRK Health Update: আইপিএল ম্যাচে হিট স্ট্রোক! আহমেদাবাদের হাসপাতাল থেকে ছাড়া পেলেন শাহরুখ খান

শাহরুখের অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান তাঁর স্ত্রী গৌরী খান, ঘনিষ্ঠ বন্ধু জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেহতা

Shah Rukh Khan (Photo Credit: KKR/ X)

হিট স্ট্রোক ও ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে আহমেদাবাদের কেডি হাসপাতাল (Ahmedabad's KD Hospital) ভর্তি হওয়ার পর ছাড়া পেয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)। গতকাল ইন্ডিয়া টুডের খবর অনুসারে, শাহরুখের অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান তাঁর স্ত্রী গৌরী খান (Gauri Khan), ঘনিষ্ঠ বন্ধু জুহি চাওলা (Juhi Chawla) ও তাঁর স্বামী জয় মেহতা (Jay Mehta)। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (KKR) ও সানরাইজার্স হায়দরাবাদের (SRH) মধ্যকার প্লে অফ ম্যাচ দেখতে দু'দিন আহমেদাবাদে ছিলেন বলিউডের জওয়ান। কিং খানের সঙ্গে ছিলেন তার মেয়ে সুহানা খান, ছোট ছেলে আব্রাম এবং ম্যানেজার পূজা দাদলানি। কেকেআরের সহ-মালিক জুহি চাওলা ও জয় মেহতা এবং সুহানার ঘনিষ্ঠ বন্ধু অনন্যা পান্ডে, শানায়া কাপুর, নভ্যা নন্দা এবং অগস্ত্য নন্দও স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। KKR vs SRH IPL 2024: চ্যাম্পিয়নের মত খেলে ফাইনালে কলকাতা নাইট রাইডার্স, ১০ বছর পর খেতাব জয় আর একধাপ দূরে

মঙ্গলবার আহমেদাবাদে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা উঠেছিল ৪৫.৯ ডিগ্রিতে। মঙ্গলবার কোয়ালিফায়ার ওয়ানে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো আইপিএল ফাইনালে উঠেছে কেকেআর। রবিবার চেন্নাইয়ে ফাইনাল খেলবে কেকেআর। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত কয়েক বছরে ৫৮ বছর বয়সী এই অভিনেতা বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন তবে প্রতিবারই তিনি দৃঢ়তা দেখিয়ে ফিরে এসেছেন। 'রা.ওয়ান' ছবির শুটিংয়ের সময় ২০১১ সালে শাহরুখের কাঁধে চোট এবং পায়ের আঙুলে ফ্র্যাকচার হয়েছিল।

এরপর ২০১৪ সালে হ্যাপি নিউ ইয়ার সিনেমার শুটিংয়ের সময় শাহরুখ সেটে একটি ছোট দুর্ঘটনার কথা জানিয়েছিলেন যেখানে তার মাথা এবং মুখ আঘাত পান। আবার ২০১৬ সালে ফ্যান সিনেমার শুটিংয়ের সময় শাহরুখ খান হাঁটুতে আঘাত পান। বলিউডে তার প্রথম দিনগুলিতে, শাহরুখ ১৯৯৩ সালে ডর সিনেমার শুটিংয়ের সময় তিনটি পাঁজরে ভেঙেছিলেন। ১৯৯৭ সালে কয়লা সিনেমার শুটিংয়ের সময় তাঁর হাঁটুতে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়। এছাড়া ২০১০ সালে মাই নেম ইজ খান মুক্তির আগে অত্যন্ত অভিনেতার বাম কাঁধে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার হয়।