Siddique Funeral: প্রয়াত মালায়ালম চিত্র পরিচালক সিদ্দিকি, শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন বন্ধু লাল, দেখুন ভিডিও
সিদ্দিকি তাঁর কাছের বন্ধু পরিচালক ও অভিনেতা লালের সঙ্গে, 'থেনকাসিপত্তনম', 'থমমানুম মাকালুম' এবং 'সল্ট অ্যান্ড পিপার' সহ অনেক হিট ছবি বানিয়েছেন।
নয়াদিল্লি: মালায়ালাম চিত্রনাট্যকার ও পরিচালক সিদ্দিকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। হাসপাতাল সূত্র জানা গিয়েছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন সিদ্দিকি। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। এক মাসেরও বেশি সময় ধরে অমৃতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর অবস্থা গুরুতর ছিল, তাঁকে ইসিএমওতে (ECMO - Extracorporeal Membrane Oxygenation) রাখা হয় ( যখন কোনও ব্যক্তির ফুসফুস এবং হৃৎপিণ্ড ভালভাবে কাজ করে না, তখন তাঁকে ইসিএমওতে রাখা হয়)। মঙ্গলবার রাত ৯টা ১৩ মিনিটে সিদ্দিকির মৃত্যু হয়। বুধবার বিকালে তাঁর জানাজা হবে বলে জানা গিয়েছে। আরও পড়ুন : Siddique Passes Away: সলমন খানের বডিগার্ড সিনেমার পরিচালক সিদ্দিকি প্রয়াত
সিদ্দিকি বেশ কয়েকটি সুপারহিট মালায়ালাম চলচ্চিত্র পরিচালনা করেছেন। সিদ্দিকি তাঁর কাছের বন্ধু পরিচালক ও অভিনেতা লালের সঙ্গে, 'থেনকাসিপত্তনম', 'থমমানুম মাকালুম' এবং 'সল্ট অ্যান্ড পিপার' সহ অনেক হিট ছবি বানিয়েছেন। লাল এদিন বন্ধুকে শেষবারের মতো বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
দেখুন ভিডিও