Pushpa 2: ফিরছে পুষ্পার শাসন, পুজো দিয়ে গোটা টিমকে নিয়ে শুরু হল পুষ্পার সিক্যুয়েলের শ্যুটিং (দেখুন ছবি)

Photo Credit_Twitter

অল্লু অর্জুন (Allu Arjun)এবং রশ্মিকা মনদানা (Rashmika Mandana)অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’-এর ব্যাপক সাফল্যের পরে নির্মাতারা সিক্যুয়েল তৈরির কথা ভেবেছিলেন। দ্বিতীয় ‘পুষ্পা’ আসতে চলেছে এমন আভাসও দিয়েছিলেন। শেষমেশ জল্পনায় ইতি টেনে পাকা খবর পাওয়া গিয়েছিল যে ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’ আসছে। জানা গিয়েছে, তারই শ্যুটিং শুরু হচ্ছে ২২ অগস্ট থেকে। প্রথম দিন পুজো সেরে কাজে হাত দিচ্ছেন পরিচালক সুকুমার।সেই ছবি শেয়ার করলেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ। দেখুন ছবি-

সোমবার ছবির শ্যুটিং শুরু হওয়ার আগে আনুষ্ঠানিক ঘোষনা করলেন পরিচালক। ক্যাপশনে লেখা, ‘পুষ্পার রাজ ফিরে আসছে! এই হল শাসন করার সময়! ভারতের সবচেয়ে বেশি প্রত্যাশিত সিক্যুয়েল তৈরি কাজ শুরু করা হচ্ছে পুজো করে।’



@endif