Priyanka Chopra, Vogue Magazine Cover: প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে ব্রিটিশ ম্যাগাজিন ভোগের কভারে প্রিয়াঙ্কা চোপড়া

ফের কীর্তি বলিউড থেকে হলিউড তারকার স্বীকৃতি পাওয়া প্রিয়াঙ্কা চোপড়ার। এবার প্রিয়াঙ্কাকে দেখা যাবে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের কভার পেজে।

Priyanka Chopra (Photo Credit: File Photo)

ফের কীর্তি বলিউড থেকে হলিউড তারকার স্বীকৃতি পাওয়া প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) র। এবার প্রিয়াঙ্কাকে দেখা যাবে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের (Vogue Magazine) কভার পেজে। এই প্রথম কোনও ভারতীয় অভিনেতাকে ভোগের কভারে দেখা যাবে। ভোগের ফেব্রুয়ারি সংখ্যার প্রচ্ছদে দেশী গার্ল-এর ছবি এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এখনও পর্যন্ত ৪০টিরও বেশী বড় আন্তর্জাতিক ম্যাগাজিনের কভারে প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে। হলিউডে পাড়ি জমানোর পর থেকেই প্রিয়াঙ্কাকে নিয়ে আন্তর্জাতিক পেজ থ্রি সাংবাদিকদের মধ্যে ব্যাপক উন্মাদনা।

২০০০ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জেতা প্রিয়াঙ্কা বলিউডে পা রাখেন দ্য হিরো: লাভ স্টোরি অফ স্পাই সিনেমার মাধ্যমে। তবে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান ২০০৩ সালে আন্দাজ সিনেমার মাধ্যমে। শাহরুখ খান থেকে অক্ষর কুমার, হৃতিক রোশন। কেরিয়ারের শুরুতেই সব বড় হিরোদের সঙ্গে কাজ করেন তিনি। ২০০৮ সালে ফ্যাশান সিনেমার জন্য জাতীয় পুরস্কার জেতেন। এরপর 'কামিনে', 'সাত খুন মাফ, বরফি', 'মেরি কম', 'বাজিরাও মস্তানি'-তে দুরন্ত অভিনয়ের জন্য প্রশংসিত হন। আরও পড়ুন-মাসে ৭.৫ লক্ষ, শাহিদের বিলাসবহুল বাংলো ভাড়া নিলেন কার্তিক আরিয়ান

দেখুন ভোগের কভারে প্রিয়াঙ্কার ছবি

তবে কেরিয়ারের মধ্য গগণে থাকা অবস্থায় ২০১৫ সালে হলিউডে পাড়ি জমান। বে ওয়াচ, চেজিং হ্যাপিনেসের মত হিট হলিউড সিনেমায় অভিনয় করে মার্কিন মুলুকে ব্যাপক জনপ্রিয়তা পান। ২০১৮ সালে জনপ্রিয় মার্কিন সংগীতশিলপী নিক জোনাসকে বিয়ে করে জো বাইডেনের দেশের বৌমাও হন প্রিয়াঙ্কা।

৪০-এর প্রিয়াঙ্কার হাতে এখন অনেক কাজ। ইটস অল কামিং ব্যাক টু মি, সিটাডেন নামের দুটি প্রজেক্টে তাঁকে দেখা যাবে।