Dia Mirza : ফুরফুরে হাওয়ায় বাগানে অন্তঃসত্ত্বা দিয়া, গ্ল্যামার চুঁইয়ে পড়ছে নায়িকার

অন্তঃসত্ত্বা দিয়া

মুম্বই, ৫ এপ্রিল : নতুন ভিডিয়ো শেয়ার করলেন দিয়া মির্জা (Dia Mirza)। যেখানে হালকা হলুদ রঙের পোশাকে বাগানে হেঁটে বেড়াতে দেখা যায় বলিউড অভিনেত্রীকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ভিডিয়ো শেয়ার করেন দিয়া মির্জা। যা প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।

রবিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে যে ভিডিয়ো শেয়ার করেন দিয়া, তা চোখে পড়ার পরই অভিনেত্রীর (Actor) অনুরাগীরা খুশি হয়ে যান। বৈভব রেখের সঙ্গে বিয়ের পর দিয়ার গ্ল্যামার যে ক্রমশ বাড়তে শুরু করেছে, তা ওই ভিডিয়ো থেকে বেশ স্পষ্ট।

আরও পড়ুন : Akshay Kumar : করোনা আক্রান্ত অক্ষয় কুমার ভর্তি হাসপাতালে, প্রার্থনায় গোটা দেশ

দেখুন...

 

View this post on Instagram

 

সম্প্রতি মুম্বইয়ের বৃত্তশালী ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দিয়া মির্জা। পরিবার ও ঘনিষ্ঠ মিলিয়ে মাত্র ৫০ জনের হাজিরাতেই দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়েন দিয়া। লাল রঙের বেনারসী পরে বিয়ের পর দিয়া মির্জা যখন প্রকাশ্যে আসেন, বলিউড (Bollywood) অভিনেত্রীকে নিয়ে আগ্রহের মাত্রা বাড়তে শুরু করে তাঁর অনুরাগীদের মধ্যে। বিয়ের সাদামাঠা অনুষ্ঠানের পরই মালদ্বীপে পাড়ি দেন দিয়া মির্জা এবং বৈভব রেখি। মালদ্বীপে (Maldives) গিয়েই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন নায়িকা।



@endif