Prabhas and Ram Mandir: আদিপুরুষে 'রাম' ভূমিকায় হোঁচট, রাম মন্দিরে ৫০ কোটি অনুদান প্রভাসের!
আদিপুরুষ নিয়ে তুমুল বিতর্কের জেরে একাধিক হিন্দু সংগঠনের রোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। রাম মন্দির উদ্বোধনের মুখে এবার জানা যাচ্ছে, মন্দিরে জন্যে তিনি ৫০ কোটি টাকা অনুদান করেছেন।
গত বছর মুক্তি পেয়েছল ওম রাউত পরিচালিত আদিপুরুষ (Adipurush) ছবিটি। ছবিতে রামের চরিত্রে অভিনয় করে একেবারে মুখ থুবড়ে পরেছিলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস (Prabhas)। বাহুবলীতে তাঁর অভিনয় যতটা শক্তিশালী ছিল, আদিপুরুষে ঠিক ততটাই দুর্বল দেখিয়েছে অভিনেতাকে। এমনকি প্রভাসকে বয়কটের ডাক দিয়েছিল দর্শকমহল। আদিপুরুষ নিয়ে তুমুল বিতর্কের জেরে একাধিক হিন্দু সংগঠনের রোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের মুখে এবার জানা যাচ্ছে, মন্দিরে জন্যে তিনি ৫০ কোটি টাকা অনুদান করেছেন।
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় (Ayodhya) নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। ইতিমধ্যেই মন্দিরের গর্ভগৃহে রামলালার বিগ্রহ স্থাপন সম্পন্ন হয়েছে। জানা যাচ্ছে, ৫০ কোটি টাকা দানের পাশাপাশি মন্দির (Ram Mandir) উদ্বোধনের দিন অনুষ্ঠানের যাবতীয় খাবার খরচ বহন করবেন প্রভাস (Prabhas)। অন্ধ্রপ্রদেশের এক বিধায়ক সূত্রেই সেই খবর ছড়িয়েছিল। তবে মন্দিরে অর্থদান এবং খাবার খরচ বহন প্রসঙ্গে এবার মুখ খুলেছে অভিনেতার টিম। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে প্রভাসের টিম জানিয়েছে, এই খবর একেবারেই মিথ্যা।
রজনীকান্ত, চিরঞ্জীবী, রাম চরন, ধনুষ সহ একাধিক দক্ষিণী তারকাকে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে ২২ জানুয়ারির অনুষ্ঠান উপলক্ষ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনী অনুষ্ঠানে প্রভাস (Prabhas) আদেও আমন্ত্রণ পেয়েছে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে বলিউড তারকা থেকে শুরু করে তারকা ক্রীড়াবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। বলিপাড়া থেকে তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, রণবীর কাপুর, আয়ুষ্মান খুরানা, জ্যাকি শ্রফ, অনুষ্কা শর্মা সহ আরও অনেকে। এছাড়া সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের আমন্ত্রণ জানানো হয়েছে।