Nia Sharma Hot Look : সাদা টপ ও মিনি স্কার্টে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন নিয়া

নিয়া শর্মা তাঁর সাহসী চরিত্র এবং হটনেসের জন্য বিশ্বব্যাপী বিশেষ পরিচিতি অর্জন করেছেন। তাঁকে প্রায়শই ইনস্টাগ্রাম নতুন নতুন রূপে দেখা যায়।

Nia Sharma (Photo Credit Instagram)

নয়াদিল্লি : টিভি অভিনেত্রী নিয়া শর্মা (Nia Sharma) সম্প্রতি তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবি শেয়ার করেছেন। ছবিতে তাঁকে সেক্সি ব্র্যালেট টপ এবং স্কার্টে দেখা যাচ্ছে, স্কার্টের সঙ্গে সাদা ব্র্যালেট টপে তাঁকে খুব আকর্ষণীয় দেখাচ্ছে।

নিয়া শর্মা তাঁর সাহসী চরিত্র এবং হটনেসের জন্য বিশ্বব্যাপী বিশেষ পরিচিতি অর্জন করেছেন। তাঁকে প্রায়শই ইনস্টাগ্রাম নতুন নতুন রূপে দেখা যায়। এবার আবারও নিজের হট স্টাইলের জাদু মানুষের মনে ছড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন : Jawan First Look Poster: আসছে জওয়ান, ভিলেন বিজয় সেতুপতির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ নির্মাতাদের (দেখুন ছবি)

দেখুন টুইট



@endif