Nayanthara-Dhanush Controversy: নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ঘিরে বিতর্কে জড়ালেন ধনুশ-নয়নতারা, আইনি নোটিস, চিঠি ছোড়াছুড়ি
দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বছরের পর বছর ধরে স্বজনপোষণ প্রকটভাবে চলে আসলেও 'নেমোটিজম' নিয়ে সেভাবে কখনই কাউকে মুখ খুলতে দেখা যায়নি। সেই রীতিই ভাঙলেন নয়নতারা।
নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ 'নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেল' (Nayanthara: Beyond the Fairytale) ঘিরে দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই তারকার মধ্যে বাঁধল দ্বন্ধ। সিরিজের আকারে পরিবেশিত ডকুমেন্টারিতে কিছু দৃশ্য ব্যবহারের জন্যে অনুমতি নেওয়া হয়নি, এই অভিযোগ তুলে অভিনেত্রী নয়নতারাকে (Nayanthara) ১০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়ে আইনি নোটিস পাঠিয়েছেন ধনুশ (Dhanush)। সেই আইনি নোটিস হাতে পাওয়া মাত্রই অভিনেতার বিরুদ্ধে পালটা স্বজনপোষণের অভিযোগ তুলেছেন 'সেলফ মেড' অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ধনুশের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন নয়নতারা।
বলিউড ইন্ডাস্ট্রিতে কান পাতলেই স্বজনপোষণের (Nepotism) অভিযোগ শোনা যায়। কিন্তু দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বছরের পর বছর ধরে স্বজনপোষণ প্রকটভাবে চলে আসলেও 'নেমোটিজম' নিয়ে সেভাবে কখনই কাউকে মুখ খুলতে দেখা যায়নি। সেই রীতিই ভাঙলেন নয়নতারা। নিজের আসন্ন ওয়েব সিরিজের বিরুদ্ধে ধনুশের কাছ থেকে আইনি নোটিস পেতেই ফুঁসে উঠেছেন তিনি। ধনুশের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে নয়নতারা লেখেন, 'নিজের বাবা এবং দাদার সহযোগিতা এবং সমর্থনে সুপ্রতিষ্ঠিত হওয়া আপনার মত একজন অভিনেতার বোঝা উচিৎ, সিনেমা হল আমার মত মানুষের বেঁচে থাকার লড়াই। যারা কোনরকম সহায়তা ছাড়া কেবল সংগ্রাম করে আজ এই জায়গায় দাঁড়াতে পেরেছে'।
'নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেল' ডকুমেন্টারি সিরিজের মাধ্যমে দর্শকরা নায়িকার জীবনের অজানা দিকগুলো এবং ক্যারিয়ারের বিভিন্ন অধ্যায় সম্পর্কে জানতে পারবেন। তাঁর শৈশব থেকে শুরু করে তাঁর চলচ্চিত্রে প্রবেশ, এবং সেই সঙ্গে সফলতার চাদর জড়ানো, ভালোবাসা, বিয়ে সবই আলোচনা হবে এখানে।
বিতর্ক কী নিয়ে?
২০১৫ সালে ধনুশ প্রযোজিত 'নানুম রাউডি ধানে' (Naanum Rowdy Dhaan) ছবিতে অভিনয় করেছিলেন নয়নতারা। সেই ছবি নায়িকার চলচ্চিত্র কেরিয়ারে অন্যতম মাইলফলক। ছবির কিছু দৃশ্য এবং গান নিজের ডকুমেন্টারিতে ব্যবহার করতে চেয়েছিলেন নয়নতার। কিন্তু তা ব্যবহারের অনুমতি দেননি প্রযোজক ধনুশ। বিনা অনুমতিতেই 'নানুম রাউডি ধানে'র দৃশ্য নয়নতারা নিজের ডকুমেন্টারিতে ব্যবহার করেছেন বলে অভিযোগ তোলেন প্রযোজক। সেই মর্মে ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি টাকা দাবি করে একটি আইনি নোটিস পাঠানো হয় অভিনেত্রীকে।