70th National Film Award: জাতীয় পুরস্কারের মঞ্চে বাজছে কেশরিয়া, 'ব্রহ্মাস্ত্র'

৭০'তম জাতীয় চলচ্চিত্র উৎসবে একাধিক পুরস্কার জিতেছে অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্রঃ পার্ট ওয়ান- শিবা'। সেরা অ্যানিমেশনের ফিল্ম, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং এবং কমিকস (AVGC), সেরা VFX-এর পুরস্কারগুলো ব্রহ্মাস্ত্রর ঝুলিতে এসেছে।

Music composer Pritam conferred with 70th National Film Award (Photo Credits: ANI, Twitter)

নয়া দিল্লি, ৮ অক্টোবরঃ জাতীয় পুরস্কারের মঞ্চে বাজছে অরিজিৎ সিংয়ের গাওয়া 'কেশরিয়া' (Kesariya)। অয়ন মুখার্জি পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবির জন্যে সেরা সঙ্গীত পরিচালকের খেতাব ঝুলিতে ভরেছেন প্রীতম চক্রবর্তী (Pritam Chakraborty)। ৭০'তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা সঙ্গীত পরিচালক হিসাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করলেন বাঙালি সঙ্গীতশিল্পী প্রীতম। পুরস্কার নেওয়ার জন্যে তাঁর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই দিল্লির জ্ঞান মঞ্চে বেজে ওঠে কেশরিয়া গানটি। মঞ্চে উঠে প্রীতমের পুরস্কার গ্রহণের মুহূর্তটি দর্শক আসনে বসে ক্যামেরাবন্দি করেন ব্রহ্মাস্ত্র পরিচালক অয়ন মুখার্জি (Ayan Mukerji)।

৭০'তম জাতীয় চলচ্চিত্র উৎসবে একাধিক পুরস্কার জিতেছে অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্রঃ পার্ট ওয়ান- শিবা'। সেরা অ্যানিমেশনের ফিল্ম, ভিজ্যুয়াল ইফেক্টস, গেমিং এবং কমিকস (AVGC), সেরা VFX পুরস্কারগুলো ব্রহ্মাস্ত্রর ঝুলিতে এসেছে।

মঙ্গলবার দিল্লির জ্ঞান মঞ্চে আয়জিত হয়েছিল ৭০'তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরতি অনুষ্ঠান। 'ব্রহ্মাস্ত্র'র সাফল্য উদযাপন করতে এদিন অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন ছবির পরিচালক অয়ন মুখার্জি, ছবির অন্যতম প্রযোজক করণ জোহার। এই ছবির জন্যে সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হিসাবে জাতীয় পুরস্কারের খেতাব পেয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)।

পুরস্কার নিতে মঞ্চে প্রীতম, বাজছে কেশরিয়া...

কোভিড পরবর্তী সময়ে ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অয়ন মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্র'। ছবির মুখ্য চরিত্রগুলতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাট (Alia Bhatt), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) মৌনী রায় (Mouni Roy), নাগার্জুনা (Nagarjuna Akkineni)।