Mirza: প্রকাশ পেল মির্জার ট্রেলার, লম্বা চুল,ঘন দাড়ি এবং চশমায় নয়া অবতারে টলি অভিনেতা অঙ্কুশ (দেখুন ভিডিও)
সেপ্টেম্বরের ৮ তারিখ মুক্তি পেয়েছে অঙ্কুশের নতুন ছবি ‘মির্জা’-র অফিসিয়াল টিজার। লম্বা চুল,ঘন দাড়ি এবং চশমায় একেবারে নয়া অবতারে ধরা দিয়েছেন টলি অভিনেতা অঙ্কুশ।
সেপ্টেম্বরের ৮ তারিখ মুক্তি পেয়েছে অঙ্কুশের নতুন ছবি ‘মির্জা’-র অফিসিয়াল টিজার। লম্বা চুল,ঘন দাড়ি এবং চশমায় একেবারে নয়া অবতারে ধরা দিয়েছেন টলি অভিনেতা অঙ্কুশ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই টিজার দেখে ফেলেছেন ১.২ মিলিয়ন দর্শক।দর্শকদের অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন অঙ্কুশ।অঙ্কুশ মোশন পিকচার্স এবং 'নেক্সজেন ভেঞ্চার্স'-এর যৌথ নিবেদনে ও রক্তিম চট্টোপাধ্যায়ের প্রযোজনায় আগামী বছরেই মুক্তি পেতে চলেছে এই ছবি।সেই কথা জানিয়েছেন অভিনেতা। রইল সেই টিজার-