Kim Kardashian: 'কুইন'ঐশ্বর্যর সঙ্গে এক ফ্রেমে ধরে দিলেন আমেরিকান সুপারস্টার কিম কার্দাশিয়ান

বিলাসবহুল গাড়ি ছেড়ে মায়ানগরীর রাস্তার অটো রাইড ভালই উপভোগ করেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে সেই ভিডিয়ো। তাঁদের কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা।

'কুইন' ঐশ্বর্যর সঙ্গে এক ফ্রেমে ধরে কিম কার্দাশিয়ান (ছবিঃX)

অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্টের (Radhika  Merchant) বিয়েকে ঘিরে মুম্বইতে বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন দেশ-বিদেশের তারকারা (Celebrity)। এই 'বিগ ফ্যাট ওয়েডিং'-এর উদ্দেশ্যে ভারতে এসেছিলেন আমেরিকান টেলিভিশন শিল্পী কিম কার্দাশিয়ান (Kim Kardashian) এবং তাঁর বোন খলো কার্দাশিয়ান (Kholo Kardashian)। অনন্ত-রাধিকার জমকালো বিয়ের আসর মাতিয়ে আজ, রবিবার নিজ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে রওনা হয়েছেন তাঁরা। তার এগে শনিবার রাতে আম্বানিদের বিয়েবাড়ির নানা ঝলক সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করেন কিম। ইনস্টাগ্রাম (Instagram) স্টোরিতে বলিউড ডিভার (Aishwarya Rai Bachchan) সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন আমেরিকান তারকা। ছবির ক্যাপশনে তিনি লেখেন,'কুইন।' সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ছবিটি। প্রসঙ্গত, আম্বানি পুত্রের বিয়েতে এসে বৃষ্টিভেজা মুম্বইয়ের রাস্তায় অটোতে ঘুরতে দেখা গিয়েছিল ‘কার্দাশিয়ান সিস্টার্স’ দের। বিলাসবহুল গাড়ি ছেড়ে মায়ানগরীর রাস্তার অটো রাইড ভালই উপভোগ করেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে সেই ভিডিয়ো। তাঁদের কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা।



@endif