Kiara Advani: মঞ্চে হাই-হিলে কিয়ারা আডবাণীর নাজেহাল অবস্থা! সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অর্জুন, দেখুন ভাইরাল ভিডিও

বি-টাউনের সুন্দরী কারিনা কাপুর খান এবং কিয়ারা আডবাণী সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

Kiara Advani Trips In High Heels (Photo Credit Instagram)

নয়াদিল্লি: বি-টাউনের সুন্দরী কারিনা কাপুর খান এবং কিয়ারা আডবাণী সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ইভেন্টের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওগুলোর মধ্যে একটি ভিডিওতে কিয়ারাকে (Kiara Advani) মঞ্চে উঠে অর্জুন কাপুরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সেখানে কারিনা কিয়ারার ঠিক পিছনে একটি সোফায় বসে ছিলেন। অর্জুনের সঙ্গে কথোপকথনের সময় কিয়ারা তাঁর হাই হিলের কারণে ভারসাম্য হারিয়ে প্রায় কারিনার কোলে পড়ে যাচ্ছিলেন। অর্জুন কাপুর তাঁকে সঙ্গে ধরে ফেলেন। কিয়ারা একটি সাটিন প্যাস্টেল সবুজ হ্যাল্টার টপ এবং ম্যাচিং ফ্লেয়ার্ড প্যান্ট প্যালাজো পরেছিলেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া মাত্রই তা ভক্তদের নজর কেড়েছে। ভিডিওটি এক নজর দেখে নাও যাক।

দেখুন ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by P.H.A.T (@ijjatsejeeneka)

কিয়ারা আডবাণী তাঁর সুন্দর আকর্ষণীয় চেহারার কারণে বহু মানুষের মন কেড়েছেন। চলতি বছর তিনি সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করেছেন, এখন তাঁর সঙ্গে চুটিয়ে সংসার করছেন।