Kartik Aaryan: নিজের দেহরক্ষীর বিয়েতে গিয়ে চুটিয়ে মজা কার্তিক আরিয়ানের, দেখুন ছবি

ভুল ভুলাইয়া টু-র বক্স অফিসে মহা সাফল্য বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের কেরিয়ারকে অনেকটা এগিয়ে দিয়েছে।

Kartik Aaryan (Photo Credits: Instagram)

মুম্বই, ১ মে: ভুল ভুলাইয়া টু-র বক্স অফিসে মহা সাফল্য বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের কেরিয়ারকে অনেকটা এগিয়ে দিয়েছে। 'শেহজাদা' বক্স অফিসে মুখথুবড়ে পড়লেও কার্তিক আরিয়ানের চাহিদা কমেনি। তাঁর কাছে এখন অনেক কাজের অফার। এরই মাঝে গতকাল, রবিবার কার্তিক আরিয়ান তার ব্যক্তিগত দেহরক্ষী সচিনের বিয়েতে হাজির হলেন। বলিউডের হিরো মানেই শুধু নিজেকে সব থেকে সরিয়ে রেখে স্টারডম ধরে রাখা নয়, কার্তিক বিশ্বাস করেন সবাইকে ভালবাসায়। আর তাই নিজের দেহরক্ষীর বিয়েতে উপস্থিত থাকলেন তিনি।

দেহরক্ষির বিয়েতে শুধু হাজির থাকাই নয়, সবার সঙ্গে দারুণ মজা করলেন, বর-কেনের সঙ্গে সেলফি তুললেন, অনুষ্ঠানে আমন্ত্রিতদের দেদার অটোগ্রাফ বেলালেন কার্তিক। বলিউডের প্রথম সারির নায়ক হয়েও সবাইকে সম্মান দেওয়া কার্তিক বোঝালেন তিনি ঠিক কতটা মাটিতে পা রেখে চলেন।

দেখুন ছবিতে

আগামী ২৯ জুন মুক্তি পেতে চলা 'সত্যপ্রেম কি কথা' সিনেমায় কিয়ারা আদবানীর সঙ্গে দেখা যাবে কার্তিককে।



@endif