Isha Ambani Twins Birthday: মুকেশ আম্বানির যমজ নাতি-নাতনির প্রথম জন্মদিন, অতিথি ছিলেন কারা, দেখুন
আজ শনিবার আয়োজিত হয়েছে আদিয়া এবং কৃষ্ণর এক বছরের জন্মদিনের অনুষ্ঠান। ঈশা আম্বানি এবং আনন্দ পরিমলের যমজ সন্তানের প্রথম জন্মদিন পার্টিতে উপস্থিত হয়েছে আরও খুদেরা।
মুম্বই, ১৮ নভেম্বরঃ মুকেশ আম্বানির (Mukesh Ambani) যমজ নাতি-নাতনি আদিয়া এবং কৃষ্ণ দেখতে দেখতে এক বছরে পা দিল। আগামীকাল ১৯ নভেম্বর তাঁদের ১ বছরের জন্মদিন। তবে আগের দিন অর্থাৎ আজ শনিবার আয়োজিত হয়েছে আদিয়া এবং কৃষ্ণর এক বছরের জন্মদিনের অনুষ্ঠান। ঈশা আম্বানি (Isha Ambani) এবং আনন্দ পরিমলের (Anand Piramal) যমজ সন্তানের প্রথম জন্মদিন পার্টিতে উপস্থিত হয়েছে আরও খুদেরা।
নিজের যমজ সন্তান যশ এবং রুহিকে নিয়ে পৌঁছে গিয়েছেন বলিউড পরিচালক তথা প্রযোজক করণ জোহার (Karan Johar)। আদিয়া এবং কৃষ্ণর জন্মদিন পার্টিতে দেখা গিয়েছে পান্ডিয়া পরিবারকেও। ছেলে আগস্ত্যকে নিয়ে এসেছেন হার্দিক এবং নাতাশা (Hardik Pandya and Natasa Stankovic)। সঙ্গে ছিলেন ক্রুনাল এবং তাঁর ছেলে কবীর। অতিথি ছিলেন জাভেদ জাফরির ছেলে অভিনেতা মিজান জাফরি এবং মেয়ে আলাভিয়া জাফরি। আম্বানিদের পার্টিতে পৌঁছে গিয়েছিলেন বলিউডের চর্চিত ব্যক্তিত্ব ওরি (Orry)। বার্থ ডে বয় এবং বার্থ ডে গার্ল দুই যমজ নাতি নাতনিকে কোলে নিয়ে পাপারাৎজির (Paparazzi) সামনে এসে ছবি তুলেছেন দাদু মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং দিদা নীতা আম্বানি (Nita Ambani)।
দাদু-দিদার সঙ্গে নাতি নাতনি...
ঈশা আম্বানি ও মুখেশ আম্বানি...
যশ এবং রুহিকে নিয়ে করণ...
পান্ডিয়া পরিবার...
ওরি...
বোনের সঙ্গে মিজান জাফরি...