Mukesh Khanna on the film 'Adipurush': 'আদিপুরুষ' দেখানো বন্ধ না করলে ধরে নেবো ১০০ কোটি হিন্দু ঘুমিয়ে আছে, গর্জে উঠলেন মুকেশ খান্না

আদিপুরুষ সিনেমার মাধ্যমে হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে। অপমান করা হয়েছে হিন্দু দেবতাদের। তাই তিনি আদিপুরুষ-এর তীব্র বিরোধিতা করছেন। এমন কথাই বললেন জনপ্রিয় অভিনেতা মুকেশ খান্না।

Mukesh Khanna on the film 'Adipurush': (Photo Credits: Twitter)

আদিপুরুষ সিনেমার মাধ্যমে হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে। অপমান করা হয়েছে হিন্দু দেবতাদের। তাই তিনি আদিপুরুষ-এর তীব্র বিরোধিতা করছেন। এমন কথাই বললেন জনপ্রিয় অভিনেতা মুকেশ খান্না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থক মুকেশ খান্না বিজেপি পন্থী পরিচালক, লেখকের সিনেমা আদিপুরুষের বিরোধিতা করলেন। শক্তিমান থেকে মহাভারতের ভীষ্মের চরিত্র অভিনয় করা মুকেশ খান্না বললেন, "দেশের তরুণ সমাজকে এসব কী দেখাচ্ছি আমরা। আদিপুরুষের প্রদর্শন এখনই বন্ধ করা উচিত। এর বিরুদ্ধে সবার প্রতিবাদ করা উচিত। আদিপুরুষের প্রদর্শন বন্ধ না হলে ধরে নেবো দেশের ১০০ কোটি হিন্দু ঘুমিয়ে আছে।" আদিপুরুষের চিত্রনাট্য-সংলাপ থেকে চরিত্রায়ন নিয়ে দেশজুড়ে বড় বিতর্ক তৈরি হয়েছে।

পরিচালক ওম রাউতের আদিপুরুষ এর বিরোধিতা করে বিবৃতি দেন দূরদর্শনের জনপ্রিয় রামায়ণ সিরিয়ালের নির্মাতা রামানন্দ সাগরের ছেলে প্রেম সাগরও। আদিপুরুষ-এর বিরুদ্ধে ক্ষোবের আগুন ক্রমশ বাড়ছে। এদিকে, প্রথম তিন দিন ব্যপাক প্রচারে ভাল ব্যবসা দেওয়ার পর এবার বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে প্রভাসের 'আদিপুরুষ'। ৫০০ কোটি বাজেটের শুরুতে রেকর্ড গড়া ব্যবসা করলেও আদিপুরুষ ফ্লপ হলে অবাক হওয়ার থাকবে না। আরও পড়ুন-আঠাশের অভনীতকে চুম্বন, কটাক্ষের জেরে মুখ খুললেন নওয়াজ

দেখুন আদিপুরুষ নিয়ে মুকেশ খান্নার বক্তব্য

পরিচালকের ওম রাউতের আদিপুরুষ (Adipurush) নিয়ে বিতর্ক অব্যাহত। প্রভাস, সইফ আলি খান এবং কৃতি শ্যনন অভিনীত অদিপুরুষের চিত্রনাট্যে এমন কিছু সংলাপ রয়েছে, যার বিরোধিতায় সরব বেশ কিছু সংগঠন। আদিপুরুষের স্ক্রিনিং শুরু হলে মহারাস্ট্র (Maharashtra), জম্মু (Jammu) সহ দেশের একাধিক রাজ্যে বেশ কিছু সংগঠন বিক্ষোভ দেখায়। সোমবার জম্মুতে আদিপুরুষের স্ক্রিনিং বন্ধ করতে হবে বলে যেমন স্লোগান দেওয়া হয়, তেমনি কুশপুতুলও পোড়ানো হয়। সবকিছু মিলিয়ে আদিপুরুষ নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে ক্ষোভ, বিক্ষোভের পালা অব্যাহত। এবার প্রভাসের ছবি নিয়ে মুখ খুলল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্য়াসোসিয়েশন। আদিপুরুষের বিরুদ্ধে মুখ খুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠাল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স। আদিপুরুষের প্রদর্শন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো হয়। পাশাপাশি সিনেমা হলের সঙ্গে ওটিটি প্ল্য়াটফর্মেও যাতে আদিপুরুষের প্রদর্শন বন্ধ হয়, সেই দাবি করা হয় সংশ্লিষ্ট সংগঠনের তরফে।