Hal Holbrook Died: প্রয়াত মার্ক টোয়েন খ্যাত অভিনেতা হাল হলব্রুক
হাল হলব্রুক (Photo Credits: Wikimedia Commons

প্রয়াত হলিউডের প্রবীণতম অভিনেতা, টেলিভিশন ডিরেক্টর, লেখক হাল হলব্রুক (Hal Holbrook)। “মার্ক টোয়েন টুনাইট” শোয়ের জন্য জনমনে নিজস্ব জায়গা করে নিয়েছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। গত ২৩ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর এক সপ্তাহ পরে তাঁর জীবনাবসানের খবর প্রকাশ্যে এল। নিউ ইয়র্ক টাইমসসে হাল হলব্রুকের প্রয়াণের খবর দিয়েছেন তাঁর আপ্তসহায়ক জয়েস কোহেন। আরও পড়ুন-Death Threat Messages: পাকিস্তান থেকে প্রধানমন্ত্রীকে খুনের হুমকি মেসেজ এল বিজেপি নেত্রীর হোয়াটসঅ্যাপে, সতর্ক পুলিশ

মার্ক টোয়েনের চরিত্রে সর্বকালের সেরা অভিনয় করে ১৯৬৬ সালে সেরা অভিনেতা হিসেবে টনি অ্যাওয়ার্ড পান তিনি। ১৯৬৬ সালে ‘দ্য গ্রুপ’ ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেন হাল হলব্রুক। পাঁচ দশকেরও বেশি অভিনয় জীবনে এই কিংবদন্তী ৫টি প্রাইম টাইম অ্যামি অ্যাওয়াড জিতে নিয়েছেন। সুপার ন্যাচারাল হরর ছবি ‘দ্য ফগ’-এ ফাদার মালোনের চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল।