Holi 2021 : দেদার নাচ, গান, রংয়ের উৎসবে মাতোয়ারা অপরাজিতা, মনামী, এনারা

রংয়ের উৎসবে মাতোয়ারা টলিউড তারাকারা

কলকাতা, ২৮ মার্চ : গোটা দেশ জুড়ে কোভিডের চোখ রাঙানি অব্যাহত। ভাইরাসের চোখ রাঙানি উপেক্ষা করে রংয়ের উৎসবে মেতে উঠল প্রায় গোটা টলিউড। কোভিডের পাশাপাশি ভোট পর্ব শুরু হয়েছে রাজ্যে। ভোটের উত্তাপকে দূরে সরিয়ে রেখে রংয়ের উৎসবে মেতে উঠলেন অপরাজিতা আঢ্য, মনামী ঘোষ, এনা সাহা, রচনা বন্দ্যোপাধ্যায়রা।

টলিউড তারকারা নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক ছবি শেয়ার করেন। যেখানে এনাকে যেমন বন্ধুদের সঙ্গে জমিয়ে হোলি পার্টি করতে দেখা যায়, তেমনি নাচে, গানে মেতে ওঠেন অপরাজিতা আঢ্য।

 

 

View this post on Instagram

 

 

View this post on Instagram

 

মনামী ঘোষকেও দোলের শুভেচ্ছা জানাতে দেখা যায়। কখনও হাতে রং ভর্তি থালা নিয়ে পোজ দিতে দেখা যায় মনামীকে, আবার কখনও হাতে ঠাণ্ডাই নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েন অভিনেত্রী।

 

 

View this post on Instagram

 

রচনা বন্দ্যোপাধ্যায়কেও দেখা যায় রংয়ের উৎসবে মেতে উঠতে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি শেয়ার করে অনুরাগীদের দোলের শুভেচ্ছা জানান রচনা।

আরও পড়ুন  : Kareena Kapoor Khan : ফিরে যেতে চান, অপেক্ষা করতে পারছেন না করিনা

 

View this post on Instagram

 

 

View this post on Instagram

 

তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী মিমিও অনুরাগী এবং ভক্তদের দোলের শুভেচ্ছা জানান। মিমির সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে প্রকাশ পতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।