Ananya Panday: জন্মদিনে উড়ে এল গভীর ভালবাসার ছোঁয়া, এক বিদেশির প্রেমে 'পাগল' অনন্যা পান্ডে

ওয়াকার ব্লানকো হলেন অভিনেত্রী অনন্যা পান্ডের বিশেষ বন্ধু। নায়িকার জন্মদিনে এমনই খবর প্রকাশ্যে আসছে। বেশ কয়েক মাস ডেট করার পর এবার অনন্যা পান্ডের বিশেষ বন্ধু ওয়াকার ব্লানকোর পোস্ট সামনে এল। যেখানে অনন্যাকে জন্মদিনের ভালবাসা জানান।

Ananya Panday (Photo Credit: Instagram)

মুম্বই, ৩০ অক্টোবর: এবার ২৫-এ পড়লেন অনন্যা পান্ডে (Ananya Panday)। বিশেষ বান্ধবীর জন্মদিনে বিশেষ পোস্ট করলেন ওয়াকার ব্লানকো (Walker Blanco) । ভাবছেন তো কে এই ব্যক্তি? ওয়াকার ব্লানকো হলেন অভিনেত্রী অনন্যা পান্ডের বিশেষ বন্ধু। নায়িকার জন্মদিনে এমনই খবর প্রকাশ্যে আসছে। বেশ কয়েক মাস ডেট করার পর এবার অনন্যা পান্ডের বিশেষ বন্ধু ওয়াকার ব্লানকোর পোস্ট সামনে এল। যেখানে অনন্যাকে জন্মদিনের ভালবাসা জানান। সেই সঙ্গে অনন্যা তাঁর কাছে একেবারে বিশেষ মানুষ বলেও সেই পোস্টে উল্লেখ করেন এই বিদেশি। নিজের পোস্টে অনন্যা অ্যানি বলেও উল্লেখ করেন ওয়াকার ব্লানকো।

অনন্যার জন্মদিনে ওয়াকার ব্লানকো কী লিখলেন দেখুন...

এর আগে অভিনেতা আদিত্য রয় কাপুরের সঙ্গে অনন্যা পান্ডের নাম জড়ায়। আদিত্য রয় কাপুরের সঙ্গে বেশ কয়েকদিন সম্পর্কেও জড়ান অনন্যা। তবে শেষ পর্যন্ত বলিউডের 'দ্য নাইট ম্যানেজারের' সঙ্গে সম্পর্কে ইতি টানেন অনন্যা। আদিত্যর সঙ্গে বিচ্ছেদের পর ওয়াকার ব্লানকো নামে এই যুবকের সঙ্গে এবার অনন্যার সম্পর্ক প্রকাশ্যে এল মনেই মনে করছে বলিউডের বিভিন্ন মহল।