Shehnaaz Brought Back Memory Of Sidharth Shukla On BB 15 Finale: বিগবসের চূড়ান্ত পর্বে সিদ্ধার্থের স্মৃতি উসকে মঞ্চ কাঁপালেন শেহনাজ গিল , দেখুন ভিডিও
দেখতে দেখতে চার মাস কেটে গেছে, সিদ্ধার্থ শুক্ল এই পৃথিবীতে আর নেই। সময়ে সময়ে পরিবারের সদস্য, বন্ধবান্ধব, সহকর্মী, সতীর্থরা প্রয়াত অভিনেতার স্মৃতিচারণ করেন। এদিন যেমন বিগবস-১৫র চূড়ান্ত পর্বে বিগবস-১৩র বিজেতা সিদ্ধার্থ শুক্লকে শ্রদ্ধা জানালেন তাঁর বন্ধু তথা বিগবস-১৩ র প্রতিযোগিনী শেহনাজ গিল (Shehnaaz Gill )।
দেখতে দেখতে চার মাস কেটে গেছে, সিদ্ধার্থ শুক্ল এই পৃথিবীতে আর নেই। সময়ে সময়ে পরিবারের সদস্য, বন্ধবান্ধব, সহকর্মী, সতীর্থরা প্রয়াত অভিনেতার স্মৃতিচারণ করেন। এদিন যেমন বিগবস-১৫র চূড়ান্ত পর্বে বিগবস-১৩র বিজেতা সিদ্ধার্থ শুক্লকে শ্রদ্ধা জানালেন তাঁর বন্ধু তথা বিগবস-১৩ র প্রতিযোগিনী শেহনাজ গিল (Shehnaaz Gill )। বিগবস ১৫ র (BB 15) ফাইনালের আগে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন শেহনাজ। বিগবস-১৫ র মঞ্চে সিদ্ধার্থের স্মরণে এই পার্ফর্ম্য়ান্স করেন শেহনাজ তারই ক্লিপিং এদিন শেয়ার করেছেন গায়িকা অভিনেত্রী। আরও পড়ুন-Budget Session 2022 Live: গরিব মানুষের সহায় আয়ুষ্মান ভারত, বাজেট বক্তব্যে বললেন কোবিন্দ
ভিডিওর শুরুতে সিদ্ধার্থের গলায় কাউন্টডাউন , সঙ্গে একদা বিগবসের ঘরে প্রতিযোগী সিদ্ধার্থের মন্তব্য। শেষ হতে না হতেই "তেরা বাপ আয়া" গানেশেহনাজের মঞ্চ কাঁপানো নাচ। এই পার্ফর্ম্য়ান্সের মধ্যে দিয়ে শেহনাজ প্রয়াত অভিনেতা গুরুগম্ভীর ব্যক্তিত্ব তুলে ধরলেন।
দেখুন শেহনাজের নাচ
এদিন ইনস্টা পোস্টের ক্যাপশনে সেহনাজ লিখেছেন "Once a King, always a King 👑 BB G.O.A.T Sidharth Shukla….samajh mein aaya na"। এহেন নাচের মধ্যে দিয়ে বিগবসের মঞ্চে সিদ্ধার্থ শুক্লর স্মৃতি ফেরালেন শেহনাজ। এই ভিডিও দেখে সিদ্ধার্থ অনুরাগীদের চোখে জল। গত বছর ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই চলে যান বিগবস ১৩ জয়ী টেলি তারকা সিদ্ধার্থ শুক্ল (Sidharth Shukla,)।