BTS Jean Jungkook birthday: জংকুকের জন্মদিনে বিশ্বের হাজার হাজার মানুষ শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস (Bangtan Sonyeondan-BTS)-এর অন্যতম মুখ জংকুকের আজ জন্মদিন। সারা বিশ্ব থেকে তাঁর অসংখ্য অনুরাগী ও ভক্তরা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

BTS Jean Jungkook (Photo Credit Instagram)

নয়াদিল্লি: দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস (Bangtan Sonyeondan-BTS)-এর অন্যতম মুখ জংকুকের আজ জন্মদিন। সারা বিশ্ব থেকে তাঁর অসংখ্য অনুরাগী ও ভক্তরা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। কে-পপ ব্যান্ড বিটিএস স্টার জংকুকও (BTS Jean Jungkook Birthday) তাঁর ভক্তদের উদ্দেশ্য কৃতজ্ঞতা প্রকাশ করে একটি আন্তরিক বার্তা পোস্ট করেছেন। পাশাপাশি তিনি তাঁর ভক্তদের ধন্যবাদও জানান।

২০১৩ সালের জুনে যাত্রা শুরু করেছিল সাত সদস্যের বিটিএস। তাদের প্রথম কোরিয়ান স্টুডিও অ্যালবাম ডার্ক এন্ড ওয়াইল্ড এবং জাপানিজ স্টুডিও অ্যালবাম ওয়েক আপ। তাদের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম উইংস (২০১৬), ব্যান্ডের প্রথম অ্যালবাম, কোরিয়ায় যার ১ মিলিয়ন কপি বিক্রি হয়। ২০১৭ সালে পুরো বিশ্বের সংঙ্গীত জগৎ এ নিজেদের স্থান করে নেয় তারা। দক্ষিণ কোরিয়ার গতানুগতিক ও অত্যন্ত নিয়মতান্ত্রিক আইডল গ্রুপের ধারণা থেকে বের হয়ে এই দলতি একটু ভিন্নভাবে নিজেদের উপস্থাপন করে। তাঁরা বিটিএস ব্যান্ডকে ব্যক্তিস্বাতন্ত্র প্রকাশ করার মঞ্চ হিসেবে গড়ে তোলে। বর্তমান বিশ্বে তরুন প্রজন্মের কাছে বিটিএস অত্যন্ত জনপ্রিয় একটি ব্যান্ড।