Vikrant Massey: প্রধানমন্ত্রীর সঙ্গে 'দ্য সবরমতী রিপোর্ট' দেখার অভিজ্ঞতা কেমন? নিজের মুখেই জানালেন বিক্রান্ত
বিক্রান্তের স্বেচ্ছাবসর ঘোষণার দিনেই তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি 'দ্য সবরমতী রিপোর্ট' দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নতুন সংসদ ভবনে বালযোগী অডিটোরিয়ামে বিকেল ৪টে থেকে দেখানো হয়েছে ছবিটি।
নয়া দিল্লি, ২ ডিসেম্বরঃ স্বেচ্ছাবসর নেওয়ার কথা জানিয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসে (Vikrant Massey Retirement)। রবিবার রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে সেই ঘোষণা করেন অভিনেতা। 'টুয়েলভথ ফেল' (12th Fail) তারকার আচমকা এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তাঁর ভক্তরা। কেরিয়ারের এমন চরম পর্যায়ে হঠাৎ করে তাঁর স্বেচ্ছাবসর নেওয়ার ঘোষণা নাড়িয়ে দিয়েছে দর্শকমহলকে। বিক্রান্তের স্বেচ্ছাবসর ঘোষণার দিনেই তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি 'দ্য সবরমতী রিপোর্ট' (The Sabarmati Report) দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
সোমবার নতুন সংসদ ভবনে বালযোগী অডিটোরিয়ামে (Balyogi Auditorium) 'দ্য সবরমতী রিপোর্ট' তারকাদের সঙ্গে বসেই ছবিটি দেখলেন প্রধানমন্ত্রী। বিক্রান্তের পাশাপাশি ছবিতে রয়েছেন অভিনেত্রী রাশি খান্না (Rashi Khanna), রিদ্ধি ডোগরা (Riddhi Dogra)। বিকেল ৪টে থেকে দেখানো হয়েছে ছবিটি। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বসে নিজের ছবি দেখার অভূতপূর্ব অভিজ্ঞতা ভাগ করে নিলেন 'হাসিন দিলরুবা' অভিনেতা (Vikrant Massey)। বিক্রান্ত জানালেন, 'প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের অন্যান্য মন্ত্রী এবং সাংসদের সঙ্গে বসে দ্য সবরমতী রিপোর্ট দেখা এক অনন্য অভিজ্ঞতা। ভাষায় প্রকাশ করতে পারব না সেই অনুভূতি। আমি অত্যন্ত খুশি'।
'ভাষায় ব্যক্ত করা যাবে না', বললেন বিক্রান্ত...
প্রধানমন্ত্রীর সঙ্গে বসে নিজের ছবি দেখার এই মুহূর্তটিকে নিজের চলচ্চিত্র কেরিয়ারের সর্বোচ্চ সাফল্য বলেই মনে করছেন অভিনেতা (Vikrant Massey)। প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার জন্যে দর্শকদের কাছে তিনি অনুরোধও করেছেন।
২০০২ সালের গোধরা-কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি হয়েছে 'দ্য সবরমতী রিপোর্ট' (The Sabarmati Report) ছবিটি। ছবিতে একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত। ১৫ নভেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়েছে ধীরজ সরনো পরিচালিত ছবি।