Varun Dhawan on Prabhas-Kriti Love Affair: প্রভাসের মনে শুধুই কৃতি! ফাঁস করলেন বরুণ

Prabhas-Kriti Sanon, Varun Dhawan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ নভেম্বরঃ বলিউডে তারকাদের প্রেম নিয়ে দর্শকদের আগ্রহ ব্যাপক। কোন তারকা কার সঙ্গে ডেট করছেন সেই খবর বেশি দিন চাপা থাকে না মিডিয়ার কৃপায়। বেশ কিছুদিন থেকেই বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল বলিউড নায়িকা কৃতি স্যানন (Kriti Sanon) মন দিয়েছেন দক্ষিণী তারকা প্রভাসকে (Prabhas)। কৃতি-প্রভাসের (Prabhas-Kriti) প্রেমের গুঞ্জন কানে এলেও দুজনের কেউই তা নিয়ে কোন মন্তব্য করেননি। তবে এবার দুই তারকার সম্পর্কের পর্দা ফাঁস করলেন বরুণ ধাওয়ান (Varun Dhawan on Prabhas-Kriti Love Affair)।

গত সপ্তাহেও মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান (Varun Dhawan) এবং কৃতি স্যানন (Kriti Sanon) অভিনীত ছবি ‘ভেড়িয়া’ (Bhediya)। ছবি মুক্তির পরেও প্রচারে বিরাম নেই। ‘ঝলক দিখালা জা’ সিজিন ১০ এর (Jhalak Dikhhla Jaa 10) গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত হয়েছিলেন কৃতি এবং বরুণ। আর সেখানেই প্রভাসের নাম না করেই কৃতির সঙ্গে প্রভাসের সম্পর্কের ইঙ্গিত দিলেন বরুণ। ক্যামেরার সামনে কেঁদে ফেললেন নোরা ফতেহি, দেখুন ভিডিয়ো

ডান্স রিয়্যালিটি শো’য়ের মঞ্চে বিচারক করণ জোহার (Karan Johar) বরুণকে জিজ্ঞাসা করেন ‘এখানে কৃতির নাম কেন নেই”। পরক্ষণেই প্রত্যুত্তরে বরুণ বলেন, “এখানে কৃতির নাম নেই কারন কৃতির নাম একজনের মনে রয়েছে। যে এখন মুম্বইয়ে নেই। সে এখন দীপিকার সঙ্গে শুটিং করছে”। ভরা মঞ্চে বরুণের মুখে এই কথা শুনে কৃতির চোখ মুখ লজ্জায় একেবারে লাল হয়ে যায়।

উল্লেখ্য, নাগ অশ্বিনের পরবর্তী ছবি ‘প্রোজেক্ট কে’ (Project K) তে জুটি বেঁধেছেন দীপিকা পাডুকন (Deepika Padukone) এবং প্রভাস (Prabhas)। ছবিতে বিগ বি অমিতাভ বচ্চনকেও (Amitabh Bachchan) দেখা যাবে মুখ্য চরিত্রে। প্রকাশ্য রাস্তায় মহিলার গলা থেকে চেন ছিনতাই দুষ্কৃতীর, দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, প্রভাস এবং কৃতি প্রথমবার জুটি বেঁধেছেন ‘আদিপুরুষ’ (Adipurush) ছবিতে। ওম রাউত পরিচালিত এই ছবি মূলত ‘রামায়ণ’ এর কাহিনী নির্ভর। ছবিতে রাবণের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে (Saif Ali Khan)। আগামী বছরের জুনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আদিপুরুষ’।