Valentine's Day 2023: ভ্যালেন্টাইনস ডে-তে নিজের মনের মানুষকে বলিউডের এই রোম্যান্টিক গানগুলো উপহার দিন

Bollywood Romantic Songs (Photo Credits: YouTube)

গোটা ফেব্রুয়ারি মাস জুড়েই তো যুগলেরা অপেক্ষা করে থাকেন এই দিনটির। ভ্যালেন্টাইনস ডে’র (Valentine's Day 2023)। যদিও প্রেমের নির্দিষ্ট কোন দিন হয় না। দুটো মানুষের মধ্যে প্রেম থাকলে প্রতিটা দিনই তাঁদের কাছে প্রেমের দিন, ভালোবাসার দিন। তা সত্ত্বেও প্রেমের দিন হিসাবে ভ্যালেন্টাইনস ডে’র (Valentine's Day) একটা আলদা গুরুত্ব রয়েছে প্রেমিক প্রেমিকার মধ্যে। রোজকার কর্ম ব্যস্ত দিনে নিজের মনের মানুষটিকে ঠিক করে সময় দেওয়া হয়ে ওঠে না। তাই এই দিনটিতে তাঁর জন্যে বিশেষ কিছু প্ল্যান করতেই পারেন। কোন রোম্যান্টিক ডিনার ডেট হোক কিংবা কোন মুভি নাইট। কেমন হয় তাহলে!

আরও পড়ুনঃ চুম্বন দিবসে বলিউডের বহুল চর্চিত কিছু চুম্বন দৃশ্য, যা না দেখলেই নয়

বলিউডের (Bollywood) হিন্দি সিনেমা আমাদের বরাবরই প্রেমে এক বুক উৎসাহ জুগিয়ে এসেছে। প্রেমে হার না মেনে কীভাবে নিজের ভালোবাসাকে জয় করতে হয় সেই সাহস দিয়ে এসেছে। তাই প্রেম আর বলিউড যেন আমাদের কাছে একে অপরের পরিপূরক হয়ে উঠেছে।

আজ ১৪ ফেব্রুয়ারি (14th February Valentine's Day) প্রেমের দিন, ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day 2023) উপলক্ষ্যে নিজের মনের মানুষকে বলিউডের এই গানগুলো উপহার দিন।

ইশক বুলাভা (Ishq Bulaava)

ছবি - Hasee Toh Phasee

তুম হো (Tum Ho)

ছবি - Rockstar

হাওয়ায়ে (Hawayein)

ছবি - Jab Harry Met Sejal 

খায়রিয়াত (Khairiyat)

ছবি - Chhichhore

জাব কিসিকি তরফ (Jab KisiKi Taraf)

ছবি - Pyaar To Hona Hi Tha

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now