Urfi Javed: শেষ মুহূর্তে কেন ইভেন্ট থেকে বাদ? মাধুরীর বিরুদ্ধে তোপ ঊরফির

Uorfi Javed, Madhuri Dixit (Photo Credit: Instagram)

একেবারে শেষ মুহূর্তে একটি ইভেন্ট থেকে বাতিল করা হয় ঊরফি জাভেদের (Uorfi Javed) নাম। ঊরফি জাভেদের নাম শেষ মুহূর্তে কেন বাতিল করা হল, তা নিয়ে মাধুরী দিক্ষীতের (Madhuri Dixit) বিরুদ্ধে তোপ দাগেন বলিউডের (Bollywood) জনপ্রিয় মডেল। মাধুরি দীক্ষিতের অসম্মতির জন্যই কি ঊরফি জাভেদের নাম মুম্বইয়ের ওই ইভেন্ট থেকে বাদ দেওয়া হয়, এমন প্রশ্ন তোলেন মডেল।

 

ওই ইভেন্টে তাঁকে আমন্ত্রণ করা সত্ত্বেও কেন শেষ মুহূর্তে তা বাতিল করা হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন ঊরফি।