Mukherjee Family’s Grand Durga Puja ToGo Virtual: করোনা কাঁটায় এবারেও ভার্চুয়াল কাজল, রানির মুখার্জি বাড়ির পুজো
দ্বিতীয় বারের মতো ভার্চুয়ালি পুজোর আয়োজন করতে চলেছে উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজো (Durga Puja) কমিটি। মহামারী কোভিড-১৯ থেকে রক্ষা পেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পুজো সব থেকে বেশি প্রচারের আলোয় আসে, কারন বলিউডের সেলিব্রিটি মুখার্জি পরিবারের (Mukherjee family) পুজো এটি।
দ্বিতীয় বারের মতো ভার্চুয়ালি পুজোর আয়োজন করতে চলেছে উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজো (Durga Puja) কমিটি। মহামারী কোভিড-১৯ থেকে রক্ষা পেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পুজো সব থেকে বেশি প্রচারের আলোয় আসে, কারন বলিউডের সেলিব্রিটি মুখার্জি পরিবারের (Mukherjee family) পুজো এটি। প্রতিবছর মুখার্জি পরিবারের সদস্যরা এই পুজোয় সানন্দে অংশ নেন। তালিকায় তনুজা মুখার্জির মতো প্রবীণ অভিনেত্রী থেকে শুরু করে কাজল (Kajal Mukherjee), তানিশা, রানি মুখার্জির (Rani Mukherjee) মতো মারকাটারি অভিনেত্রীরা থাকেন। চলচ্চিত্র পরিচালক অয়ন মুখার্জি নিজে হাতে এই পুজোর কাজ করেন। তাঁর বাবা দেব মুখার্জি এই পরিবারের সব থেকে প্রবীণ সদস্য। তিনি জানিয়েছেন, এবারেও করোনাকে রুখতে পুজো হবে ভার্চুয়ালি। আরও পড়ুন-Durga Puja 2021: ঘরের মেয়ে উমার আগমণে দুর্গোৎসবের সূচনা, ষষ্ঠী থেকে দশমী, জেনে নিন পুজোর মাহাত্ম্য
জানা গেছে, উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজোর লাইভ স্ট্রিমিং হবে গত বছরের মতোই। পরিবারের সদস্যরাই একমাত্র এই মণ্ডপে আসতে পারবেন। তাও ভাগে ভাগে। একসঙ্গে সবাই পুজোর জায়গায় যাবেন না। অঞ্জলির ফুল বাইরে থেকে আসবে না। সবার জন্য ভোগের বন্দোবস্ত থাকছে না। প্রবীণ সদস্যদের মণ্ডপে আসতে নিষেধ করা হয়েছে।
সবে করোনা পরিস্থিতি থেকে ধীরে ধীরে বেরিয়ে স্বাভাবিক জীবনে আসছে মুম্বই। এই পরিস্থিতিতে সবার জন্য মণ্ডপের দরজা খুলে করোনা সংক্রমণকে বাড়িয়ে দিতে নারাজ মুখার্জি পরিবার।