Swara Bhasker Pregnant: বিয়ের ৪ মাসের মধ্যে অন্তঃসত্ত্বা! বিতর্ক থামিয়ে সুখবর দিলেন স্বরা

গোলাপি রঙের চুরিদারে নায়িকার স্ফীত বেবিবাম্প একেবারে স্পষ্ট। সারাকে যেন দুহাতে আগলে রেখেছেন স্বামী ফাহাদ আহমেদ

Swara Bhasker and Fahad Ahmad (Photo Credits: Twitter)

মুম্বই, ৬ জুনঃ গত ১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের (Fahad Ahmad) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলি অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker)। ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে একাধিক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল নায়িকাকে। তবে নায়িকাও চুপ থাকার পাত্রী নন। নিন্দুকদের সমালোচনার কড়া জবাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে দিন দুইয়েক আগে হঠাৎই এক টুইটার ব্যবহারকারী দাবি করেন, অভিনেত্রী স্বরা ভাস্কর মা হতে চলেছেন। সেই খবর ছড়িয়ে পড়া মাত্রই জল্পনা শুরু নায়িকার ভক্তমহলে। একই সঙ্গে শুরু হয় রঙ্গ তামাশাও। বিয়ের চার মাসের মধ্যেই স্বরার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে রসিকতা করতে ছাড়েনি নেটবাসী। তবে সেই খবরের কোন নিশ্চয়তা তখন অবধিও ছিল না। পুরোটাই ছিল জল্পনা।

তবে নিজের মা হওয়ার সংবাদে এবার সিলমোহর বসালেন স্বয়ং অভিনেত্রীই (Swara Bhasker Pregnant)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় স্বামী ফাহাদের সঙ্গে ছবি শেয়ার করে নায়িকা লেখেন, 'কখনও কখনও আপনাদের প্রার্থনাই সকল প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এক নতুন পৃথিবীতে প্রবেশ করতে চলেছি, ভীষণও আনন্দিত'।

দেখুন নায়িকার পোস্ট... 

গোলাপি রঙের চুরিদারে নায়িকার স্ফীত বেবিবাম্প একেবারে স্পষ্ট (Swara Bhasker Pregnant)। সারাকে যেন দুহাতে আগলে রেখেছেন স্বামী ফাহাদ আহমেদ (Fahad Ahmad)।

ফেব্রুয়ারিতে বিয়ের আগে বেশ কিছু মাস সম্পর্কে ছিলেন স্বরা এবং ফাহাদ। ২০২২ সালে নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) প্রতিবাদী আন্দোলনে পরিচয় হয় তাঁদের। সেই থেকেই স্বারা-ফাহাদের সম্পর্কের শুরু। ফেব্রুয়ারিতে গাঁটছড়া। আর এবার আরও বাড়ল দায়িত্ব। দুই থেকে তিন হওয়ার পালা। পরিবারে খুদে সদস্যের অপেক্ষায় দম্পতি।