Anurag Kashyap's Daughter Engagement Party: অনুরাগ কন্যা আলিয়ার বাগদানে চাঁদের হাট, হাজির ছিলেন প্রাক্তন স্ত্রীও
প্রাক্তন স্বামী অনুরাগ কাশ্যপের মেয়ের বাগদানের পার্টিতে উপস্থিত ছিলেন কাল্কি কোয়েচলিন। সঙ্গে ছিল প্রেমিক গাই হার্শবার্গে এবং তাঁদের কন্যা।
গতকাল ছিল বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপের বাগদানের অনুষ্ঠান (Anurag Kashyap's Daughter Engagement Party)। বহুদিন ধরেই বিদেশি প্রেমিকের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। একমাত্র মেয়ের বাগদানের অনুষ্ঠানে তারকা সন্তানদের চাঁদের হাট বসিয়েছিলেন পরিচালক (Anurag Kashyap)। শাহরুখ কন্যা সুহানা খান, সইফ পুত্র ইব্রাহিম আলি খান, শ্রীদেবী কন্যা খুশি কাপুর, শ্বেতা তিওয়ারি কন্যা পলক তিওয়ারি, অমিতাভ নাতনি অগস্ত্য নন্দা সহ বহু স্টার কিডের দেখা মিলেছে আলিয়ার বাগদানের পার্টিতে।
প্রাক্তন স্বামী অনুরাগ কাশ্যপের মেয়ের বাগদানের পার্টিতে উপস্থিত ছিলেন কাল্কি কোয়েচলিন (Kalki Koechlin)। সঙ্গে ছিল প্রেমিক গাই হার্শবার্গে এবং তাঁদের কন্যা। মেয়েকে কোলে নিয়ে হাসি মুখে অনুষ্ঠানে এসেছিলেন কাল্কি।
উল্লেখ্য, মাস কয়েক আগে 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'এর সময়ে একান্তে মার্কিন প্রেমিক শেন গ্রেগোয়ারের সঙ্গে বাগদান সেরে নিয়েছিলেন অনুরাগ কন্যা আলিয়া। কিন্তু সেই সময়ে কান ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে ব্যস্ত থাকায় মেয়ের বাগদানে উপস্থিত হতে পারেননি পরিচালক। তাই গতকাল মেয়ে আলিয়া এবং বাগদত্তা শেন গ্রেগোয়ারের জন্যে একটি বাগদান পার্টির আয়োজন করেছিলেন অনুরাগ কাশ্যপ।
দেখুন তারকা সন্তানদের গ্র্যান্ড এন্ট্রি...
শাহরুখ কন্যা সুনাহা খান...
শ্রীদেবী কন্যা খুশি কাপুর...
আলিয়া এবং শেন...
মেয়েকে কোলে নিয়ে প্রেমিক সঙ্গে কাল্কি...
ইব্রাহিম এবং পলক...