Sidharth Malhotra-Kiara Advani Wedding: বিয়েতে কার কাছে মেহেন্দি পরবেন হবু কনে কিয়ারা আডবানি?

Sidharth Malhotra and Kiara Advani (Photo Credits: Twitter)

রাজস্থানে রাজকীয় বিয়ের আয়োজন করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছে বলিউডের তারকা যুগল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি (Sidharth Malhotra-Kiara Advani Wedding)। রাজস্থানের জয়সলমীরে (Rajasthan, Jaisalmer) সূর্যগড় প্যালেস সেজে উঠেছে যুগলের বিয়ের জন্যে। রবিবার ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে বিয়ের আগের অনুষ্ঠান। মেহেন্দি, সঙ্গীতের নাচে গানে একেবারে ভোরে উঠেছে সূর্যগড় প্যালেস।

আরও পড়ুনঃ  রাজস্থানে রাজকীয় বিয়ে, সেজে উঠেছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসর, দেখুন এক ঝলকে

হবু কনে কিয়ারা আডবানিকে (Kiara Advani) বিয়ের মেহেন্দি পরাতে ইতিমধ্যেই রাজস্থানে পৌঁছে গিয়েছেন জনপ্রিয় সেলিব্রিটি মেহেন্দি আর্টিস্ট বীণা নাগড়া (Veena Nagda)। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে বীণা হবু দম্পতির নাম না করেই লিখেছেন, ‘বিশাল ভারতীয় বিয়ের ডাক রাজস্থান থেকে’। তবে এই বিবাহ যে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানির তা বুঝতে এক মুহূর্তও সময় লাগেনি ভক্তকুলের (Sidharth Malhotra-Kiara Advani Wedding)।

Celebrity Mehendi Artist Veena Nagda (Photo Credits: Instagram)

এর আগে বহু তারকাকে বিবাহের মেহেন্দি পরিয়েছিলেন বীণা। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) তাঁর কাছেই বিয়ের মেহেন্দি পরেছিলেন। এবার বীনা নাগড়ার কাছে মেহেন্দি পড়বেন কিয়ারা আডবানিও।

আরও পড়ুনঃ করণ জোহারের পর সিড-কিয়ারার বিয়ের পথে সস্ত্রীক শাহিদ কাপুর, দেখুন

ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্যে রাজস্থান তারকাদের অন্যতম পছন্দের জায়গা। এর আগে নিক প্রিয়াঙ্কা (Nick Jonas and Priyanka Chopra), ভিকি ক্যাটরিনাও (Vicky Kaushal and Katrina Kaif) ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্যে রাজস্থানকেই বেছে নিয়েছিলেন। রাজস্থানের সুবিশাল বহু পুরনো দুর্গ গুলো সেজে ওঠে তারকাদের বিবাহ উপলক্ষ্যে।

কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে তারকা যুগলের বিয়ের আসর। কেবল পরিবার এবং বলিউডের কয়েকজন তারকার উপস্থিতিতে সিদ্ধার্থ এবং কিয়ারা গাঁটছড়া বাঁধবেন (Sidharth Malhotra-Kiara Advani Wedding)। মনিষ মালহোত্রা (Manish Malhotra), করণ জোহার (Karan Johar), শাহিদ কাপুর (Shahid Kapoor), মীরা রাজপুত (Mira Rajput) আগামিকালের বিবাহের অনুষ্ঠানের জন্যে পৌঁছে গিয়েছেন জয়সলমীরের সূর্যগড় দুর্গে।