Shehzada Leaked: মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ইন্টারনেটে ফাঁস কার্তিকের শেহজাদা

শেহজাদার অগ্রিম টিকিট বুকিংয়ে একটি টিকিটের সঙ্গে একটি টিকিট বিনামূল্যে দেওয়ার কথায় ঘোষণা করেছেন অভিনেতা কার্তিক আরিয়ান।

Shehzada (Photo Credits: Twitter)

মুম্বই, ১৭ ফেব্রুয়ারিঃ মুক্তির প্রথম দিনেই অনলাইনে ফাঁস হল কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ছবি। শুক্রবার ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘শেহজাদা’ (Shehzada)। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই দর্শক মহলে শেহজাদা ঘিরে এক ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। কিন্তু ছবি মুক্তির প্রথম দিনেই নেটপাড়ায় ফাঁস হয়ে গেল ছবি (Shehzada Leaked)।

তেলেগু ছবি আলা বৈকুণ্ঠপুরামুলোর (Ala Vaikunthapurramuloo) অনুকরণে নির্মিত হয়েছে ‘শেহজাদা’ (Shehzada)। রোহিত ধাওয়ানের পরিচালনায় ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান এবং কৃতি শ্যানন (Kriti Sanon)। তেলেগু ছবিতে অভিনয় করেছিলেন অল্লু অর্জুন (Allu Arjun) এবং পূজা হেগড়ে (Pooja Hegde)। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু ছবির অনুকরণে শেহজাদা নির্মিত হলেও ছবি নিয়ে বেজায় উত্তেজিত ছিল দর্শক।

আরও পড়ুনঃ বুর্জ খলিফায় কার্তিকের শেহজাদা, টিজারে মজলেন দুবাইবাসী

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

মুক্তির আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল শেহজাদার (Shehzada ) আগ্রিম টিকিট বুকিং। আর ছবির অগ্রিম টিকিট বুকিংয়ে একটি টিকিটের সঙ্গে একটি টিকিট বিনামূল্যে দেওয়ার কথায় ঘোষণা করেছেন অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। তবে এত কিছুর পরেও ইন্টারনেটে ছবির ফাঁস রোখা গেল না। প্রেক্ষাগৃহে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই টরেন্টের বিভিন্ন সাইটে ফাঁস হয়েছে কার্তিক এবং কৃতি অভিনীত শেহজাদা (Shehzada Leaked)।

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

গতকালই দুইবাইয়ের (Dubai) বুর্জ খলিফায় (Burj Khalifa) শেহজাদার ট্রেলার দেখানো হয়েছিল। পৌঁছে গিয়েছিলেন কার্তিক। অভিনেতার সঙ্গে শেহজাদার জমজমাট ট্রেলারে মজেছিলেন দুবাইবাসীও (Burj khalifa Lights up for Shehzada)।