Shah Rukh Khan on Pathaan: কেন দেখবো পাঠান? বয়কট রবের মাঝেই উত্তর দিলেন বাদশা

Shah Rukh Khan (Photo Credits: Wiki)

মুম্বই, ১৮ ডিসেম্বরঃ চলছে ‘পাঠান’ বয়কটের ডাক। ছবি না দেখতে চাওয়ার রবের মাঝেই শাহরুখ (Shah Rukh Khan) জানালেন কেন দেখা উচিৎ ‘পাঠান’ (Pathaan)। সম্প্রতি বাদশা সোশ্যাল মিডিয়ায় #AskSRK বলে একটি সেশন আয়োজন করেছিল তাঁর ভক্তদের জন্যে। যেখানে তাঁর অনুগামীরা তাঁকে বিভিন্ন প্রশ্ন করবেন, যেগুলোর উত্তর দেবেন তিনি। এই সেশনেই এক নেটিজেন তাঁকে জিজ্ঞাসা করেন ‘কেউ কেন থিয়েটারে গিয়ে পাঠান দেখবে ’। ভক্তের সেই প্রশ্নের উত্তর না দিয়ে পারলেন না ‘পাঠান’। বললেন, ‘ভালো লাগবে তাই জন্যে’।

এই ১৫ মিনিটের সোশ্যাল মিডিয়া সেশনে একাধিক প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন কিং খান (Shah Rukh Khan)। তাঁর কেরিয়ার, ব্যক্তিগত জীবন, বিশ্বকাপ একাধিক কিছু নিয়ে ভক্তদের নানা প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছিল। তবে তাঁর ছবি বয়কটের ডাক নিয়ে তাঁকে একেবারেই ভীত দেখায়নি। কারণ তিনি জানেন তাঁর অনুগামীরা তাঁকে হতাস করবে না। আগামী বছর ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শাহরুখ (SRK), দীপিকা (Deepika Padukone),জন আব্রাহাম (John Abraham) অভিনীত ‘পাঠান’ (Pathaan)। পাঁচ বছর পর পর্দায় ফিরতে চলেছেন ‘বাদশা’।

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ‘পাঠান’ এর প্রথম গান ‘বেশরম রং’ (Pathaan Song Besharam Rang)। তবে গান মুক্তির পর থেকে শোরগোল দেশ জুড়ে। গানের দৃশ্য অশ্লীল, কুরুচুকর বলে মন্তব্য করছেন বিজেপি সমর্থকরা। ভারতের সনাতন সংস্কৃতিরকে অপমান করা হয়েছে এই গানের মধ্যে দিয়ে এমন অভিযোগও উঠেছে। এছাড়া গানে দীপিকার ‘গেরুয়া’ বিকিনি নিয়েও আপত্তি তুলেছেন মধ্যপ্রদেশ (Madhya Pradesh), উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজেপি সমর্থকরা। সেসব দেশে ‘পাঠনা’ মুক্তি পেতে দেবে না, এমন হুমকিও দিয়েছেন তাঁরা। মধ্যপ্রদেশের একাধিক শহরে জ্বলেছে শাহরুখ, দীপিকার কুশপুতুলিও। তবে শাসক দলে রোষানলে পরলেও শাহরুখ জানেন, শেষ কথা তাঁর ভক্তরাই বলেবেন।

 



@endif