Rohit Shetty Gets Injured During Shoot: শুটিং চলাকালীন চোট রোহিত শেট্টির, চলেছে অস্ত্রোপচার
শুক্রবার গাড়ি সংঘর্ষের একটি দৃশ্যের শুটিং চলাকালীন চোট পান পরিচালক। তড়িঘড়ি সিরিজের টিম রোহিত শেট্টিকে নিয়ে যায় হায়দ্রাবাদের কামিনেনি হাসপাতালে।
শুটিং চলাকালীন চোট পেলেন বলিউড পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty Gets Injured During Shoot)। হায়দ্রাবাদে নিজের আসন্ন ওয়েব সিরিজের শুটিং করছিলেন পরিচালক। শুক্রবার শুটিং চলাকালীন হাতে চোট পান তিনি। ভর্তি করা হয় হায়দ্রাবাদের (Hyderabad) হাসপাতালে। হাতে অস্ত্রোপচারও করতে হয়েছে বলে জানা গিয়েছে। সোনালি ঝলমলে গ্রাউনে উরফি, ঠিক যেন রাজকন্যা
আসন্ন ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’এর (India Police Force) শুটিং চলছিল হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে (Ramoji Film City)। সূত্রের খবর, শুক্রবার গাড়ি সংঘর্ষের একটি দৃশ্যের শুটিং চলাকালীন চোট পান পরিচালক। তড়িঘড়ি সিরিজের টিম রোহিত শেট্টিকে (Rohit Shetty) নিয়ে যায় হায়দ্রাবাদের কামিনেনি হাসপাতালে। সেখানেই চিকিৎসকদের একটি টিম মিলে পরিচালকের চিকিৎসা করেন। তাঁর হাতে একটি ক্ষুদ্র অস্ত্রোপচারও করতে হয়েছে। পরিচালকের দুর্ঘটনার খবর শোনা মাত্রই উদ্বিগ্ন হয়ে উঠেছেন ভক্তমহল। রোহিত শেট্টির স্বাস্থ্যের খবর জানার জন্যে ব্যাকুল তাঁরা। মানবিকতা! দিল্লিতে গাড়ির ধাক্কার বলি মহিলার পরিবারকে আর্থিক সাহায্য শাহরুখের
তবে দুশ্চিন্তার কিছু নেই। শুটিং চলাকালীন হাতে চোট পেয়েছিলেন পরিচালক। ছোট একটি অস্ত্রোপচার করার পর ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। বয়স শুধুই সংখ্যা, ৬৩-তেও জিম কাঁপাচ্ছেন সঞ্জয় দত্ত
রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালত আসন্ন ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ (Indian Police Force) এর শুটিংয়ের জন্যে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি’তে (Hyderabad Ramoji Film City) সুবিশাল সেট তৈরি করা হয়েছে। অ্যাকশনে ভরপুর এই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra)। তবে সিরিজের শুটিং চলাকালীন পরিচালক (Rohit Shetty Gets Injured During Shoot) একাই নন, আহত হয়েছিলেন অভিনেতাও। গত বছর মে মাসে গোয়ায় (Goa) এই সিরিজের শুটিং চলাকালীন চোট পেয়েছিলেন সিদ্ধার্থ মলহোত্রা। রোহিত এবং সিদ্ধার্থ উভয় পরিচালক-অভিনেতা জুটি ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ (Indian Police Force) এর মধ্যে দিয়ে ওয়েব সিরিজে ডেবিউ করছেন। সিদ্ধার্থ ছাড়াও মুখ্য চরিত্রে থাকছেন বিবেক ওবেরয় (Vivek Oberoi) এবং শিল্পা শেট্টি (Shilpa Shetty)। অ্যামাজন প্রাইমে (Amazon Prime) মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।