Republic Day 2024 Fashion: আলিয়া ভাট থেকে জাহ্নবী কাপুর পর্যন্ত, প্রজাতন্ত্র দিবসে সেলিব্রিটিদের পোশাকে তেরঙ্গার ছোঁয়া

আজ ২৬ জানুয়ারী, প্রজাতন্ত্র দিবস। ভারতের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। ভারতে যেকোনও বিশেষ দিন একটি উৎসবের মতো করে উদযাপিত করা হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, অনেকেই তেরঙার রঙের পোশাক পরতে পছন্দ করেন। ২৬ জানুয়ারিতে সেলিব্রিটিদেরও দেখতে পাওয়া যায় তেরঙার রঙের পোশাকে। উপলক্ষ যাই হোক না কেন, ফ্যাশনের কথা আসলেই সাধারণ মানুষ প্রায়শই বলিউডকে অনুসরণ করে। সাধারণত বলিউড অভিনেতা-অভিনেত্রীদের সবসময় ট্রেন্ডি ফ্যাশনে দেখতে পাওয়া যায়। তাই দেশের তরুণ প্রজন্ম তাদের ফ্যাশন অনুসরণ করে। দেখে নেওয়া যাক তারই কিছু ঝলক...

সারা আলি খানকে (Sara Ali Khan) তাঁর ভারতীয় লুকের জন্য সকলেই পছন্দ করেন। তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভারতীয় পোশাক পরা ছবি শেয়ার করেন। এই লুকের বিশেষত্ব হল সারাকে খুব কম মেকআপে দেখতে পাওয়া যায়। এই ছবিতেও সারা খুব সাধারণ পোশাক পরেছেন। সাদা সালোয়ার ও সারারা প্যান্ট, সঙ্গে ত্রি রঙের দুপাট্টা। এই সাধারণ পোশাকেও তাঁকে দেখতে অসাধারণ লাগছে।

এই বয়সেও বলিউডের ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) তাঁর স্টাইল দিয়ে মানুষকে পাগল করে দিতে পারেন। ছবিতে কমলা সবুজ বেনারসি শাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে মাধুরীকে।

বলিউডের অন্যতম ফ্যাশন ডিভা আলিয়া ভাট (Alia Bhatt)। তাঁর ফ্যাশন সেন্স খুবই প্রশংসনীয়। সাদা কমলা লুক থেকে একটু আলাদা সাজে দেখতে পাওয়া যাচ্ছে আলিয়াকে। সবুজ আনারকলির সঙ্গে নীল দোপাট্টা।

ছবিতে সবুজ ও সাদা রঙের সুন্দর একটি শাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে জাহ্নবী কাপুরকে (Janhvi Kapoor)।