The Immortal Ashwatthama: আদিত্য়র ছবি থেকে বাদ ভিকি! পরিবর্তে অশ্বত্থমার চরিত্রে কে?

কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, অশ্বত্থমা হাতছাড়া হতে চলেছে ভিকির। তবে এবার নাকি সেই সিদ্ধান্ত পাকাপাকি ভাবেই নিয়ে ফেলেছেন নির্মাতারা।

The Immortal Ashwatthama Poster, Vicky Kaushal (Photo Credits: Instagram)

মুম্বই, ১৪ এপ্রিলঃ বলি পাড়ায় এখন মাঝে মধ্যেই ছবি থেকে নায়ক নায়িকা অদল বদলের খবর শোনা যাচ্ছে। সদ্য অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal) তাঁর আসন্ন ছবি ‘শ্যাম বাহাদুর’এর (Shyam Bahadur) শুটিং শেষ করেছেন। এক ছবি নিয়ে উত্তেজনার মাঝে অন্য ছবি থেকে এল খারাপ খবর। জোর গুঞ্জন ভিকিকে বাদ দেওয়া হয়েছে ‘দ্য ইমমর্টাল অশ্বত্থমা’ (The Immortal Ashwatthama) থেকে। পরিবর্তে বাছাই করা হয়েছে অন্য অভিনেতাকে।

কৃষ্ণের অভিশাপে গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থমা অমরত্বের অভিশাপ পেয়েছিলেন। সেই পৌরাণিক কাহিনি অবলম্বন করেই ‘উরি’ (Uri: The Surgical Strike) পরিচালক আদিত্য ধর (Aditya Dhar) ‘দ্য ইমমর্টাল অশ্বত্থমা’র ঘোষণা করেছিলেন গত বছরেই। ছবির মুখ্য চরিত্রের জন্যে তিনি বেছে ছিলেন ভিকি কৌশলকে (Vicky Kaushal)।

কিন্তু বিগত কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, অশ্বত্থমা হাতছাড়া হতে চলেছে ভিকির। তবে এবার নাকি সেই সিদ্ধান্ত পাকাপাকি ভাবেই নিয়ে ফেলেছেন নির্মাতারা। ভিকির পরিবর্তে ‘দ্য ইমমর্টাল অশ্বত্থমা’র (The Immortal Ashwatthama) জন্যে নির্মাতারা বাছাই করেছেন রণবীর সিংকে (Ranveer Singh)। ছবির জন্যে নাকি অভিনেতার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও এগিয়েছে নির্মাতাদের। কিন্তু ছবিতে রণবীর সম্মতি দিলেও এখনও স্বাক্ষর করেনি বলেই খবর। তবে অশ্বত্থমার মত এমন একটা আইকনিক চরিত্রে অভিনয়ের সুযোগ ‘সিম্বা’ (Simmba) হাতছাড়া করতে চান বলেই শোনা যাচ্ছে।

কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে দর্শকের মনে। ছবি ঘোষণার দীর্ঘ এক বছর পর নির্মাতাদের সঙ্গে ভিকি কৌশলের কী এমন ঘটল যে বদল করা হল অভিনেতাকে!