Ranbir-Alia First Wedding Anniversary: মিডিয়ার সামনেই রণবীরকে জড়িয়ে ধরে চুম্বন, লজ্জায় রাঙা আলিয়া
শুক্রবার বিবাহবার্ষিকীর দিন রালিয়াকে দেখা গেল মুম্বইয়ে তাঁদের নতুন আবসনের কাজ পরিদর্শনে যেতে।
মুম্বই, ১৫ এপ্রিলঃ প্রথম বিবাহবার্ষিকী রণবীর এবং আলিয়ার (Ranbir-Alia First Wedding Anniversary)। দেখতে দেখতে বিয়ের এক বছর পার করে ফেললেন যুগল। এই এক বছরে রণবীর আলিয়ার জীবনে নতুন সদস্যের আগমন ঘটেছে। স্বামী-স্ত্রী থেকে তাঁরা মা বাবা হয়েছেন। জীবনের নতুন অধ্যায়ের পথে পা বাড়িয়েছেন 'রালিয়া'। গত বছর নভেম্বরে ছোট্ট রাহার জন্ম দিয়েছেন নায়িকা (Alia Bhatt)।
রণবীর আলিয়াকে তাঁদের প্রথম বিবাহবার্ষিকীতে (Ranbir-Alia First Wedding Anniversary) শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন তাঁদের কাছের মানুষ থেকে শুরু করে ভক্তকুল। শুক্রবার বিবাহবার্ষিকীর দিন রালিয়াকে দেখা গেল মুম্বইয়ে (Mumbai) তাঁদের নতুন আবসনের কাজ পরিদর্শনে যেতে। তারকা যুগলকে দেখা মাত্রই ছেঁকে ধরেছিল ছবি শিকারিরা। পাপারাৎজির (Paparazzi) থেকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা বার্তা পেতেই লজ্জায় লাল হয়ে গেলেন নায়িকা।
রণবীর-আলিয়া...
রণবীরের (Ranbir Kapoor) পরনে এদিন ছিল ধূসর রঙের শার্ট এবং প্যান্ট। অন্যদিকে আলিয়ার পরনে ছিল কালো প্যান্ট এবং সাদা রঙের টি শার্ট। আবাসনের লাজ পরিদর্শন শেষে গাড়িতে উঠে পাপারাৎজির সঙ্গে হাত মিলাতেও দেখা গিয়েছে অভিনেতা। গাড়িতে রণবীরকে জড়িয়ে ধরে চুম্বন দিলেন নায়িকা।
প্রথম বিবাহবার্ষিকী...
প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে রণবীরের সঙ্গে কাটানো সেরা কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন আলিয়া (Alia Bhatt)। সঙ্গে লিখেছিলেন, ‘শুভ দিন’।