Parineeti and Raghav: স্বামী-স্ত্রীর মধ্যে রাগারাগি, পরিণীতির অভিমান ভাঙাতে পুরনো ভিডিয়ো শেয়ার রাঘবের, মন গলল?
দশ বছর আগের একটি ভিডিয়োটি এদিন পরিণীতির রাগ ভাঙানোর জন্যে শেয়ার করেন স্বামী রাঘব। আর তাতে কাজও দেয়। স্বামীর উপর করা অভিমান ভাঙল অভিনেত্রীর।
মুম্বই, ৩০ অগাস্টঃ দেখতে দেখতে এক বছরে পা দিতে চলেছে রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়ার (Raghav Chadha and Parineeti Chopra) বিবাহিত জীবন। ২৪ সেপ্টেম্বর জুটির প্রথম বিবাহবার্ষিকী। রাগারাগি, মানঅভিমান, খুনসুটি নিয়েই তো স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে। একে অন্যের রাগ ভাঙাতে নানা কৌশলও নিয়ে থাকেন তাঁরা। স্ত্রীর রাগ ভাঙাতে পুরনো একটি ভিডিয়ো শেয়ার করলেন আপ সাংসদ রাঘব (Raghav Chadha)। স্ত্রীর গান গাওয়ার ওই ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, 'গায়ে কাটা দিচ্ছে। এই অমূল্য জিনিসটি খুঁজে পেলাম। আমার স্ত্রীকে বাচ্চাদের মত লাগলেও সে গান গাইছে একজন অভিজ্ঞের মত। তুমি তো মাঝেমধ্যেই গান গাইতে পার, পারু'। দশ বছর আগের পুরনো সেই ভিডিয়ো দেখে স্বামীর উপর করা অভিমান ভাঙল অভিনেত্রীর।
পরিণীতি অবাক হয়ে লেখেন, 'এটা কেমন চমক। আমি তোমার ফোনের জন্যে অপেক্ষা করছি আর তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছ। এটার জন্যে তোমায় আমি ক্ষমা করে দিলাম'।
স্ত্রী রাগ ভাঙাতে পুরনো ভিডিয়ো শেয়ার...
উল্লেখ্য, ২০১৪ সালে মুক্তি পেয়েছিল পরিণীতি চোপড়া (Parineeti Chopra) অভিনীত কিল দিল (Kill Dil) ছবিটি। আরও অভিনয় করেছিলেন রণবীর সিং (Ranveer Singh), গোবিন্দা (Govinda), আলি জফর (Ali Zafar)। প্রচারে গিয়ে ছবির 'সাজদা' (Sajde) গানটি গেয়েছিলেন অভিনেত্রী। দশ বছর আগের সেই ভিডিয়োটি এদিন পরিণীতির রাগ ভাঙানোর জন্যে শেয়ার করেন স্বামী রাঘব (Raghav Chadha)। আর তাতে কাজও দেয়।